টেস্টে ৬০০ উইকেট স্টুয়ার্ট ব্রডের, ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিন জমজমাট লড়াই

বুধবার শুরু হয়েছে চলতি অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যাচ। প্রথম দিনের শেষে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। ওল্ড ট্র্যাফোর্ডে দুর্দান্ত লড়াই চলছে।

বুধবার টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়লেন ব্রড। চলতি অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার ট্রেভিস হেডকে আউট করে এই নজির গড়েন ব্রড। তিনি মুথাইয়া মুরলীধরন (৮০০ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট), জেমস অ্যান্ডারসন (৬৮৮ উইকেট) ও অনিল কুম্বলের (৬১৯ উইকেট) সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন। ব্রডের আগে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়েন তাঁর দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডারসন। ১৬৬-তম টেস্ট ম্যাচ খেলতে নেমে এই নজির গড়লেন ব্রড। তাঁর বলে হুক শট খেলতে গিয়ে জো রুটের হাতে ধরা পড়েন হেড।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ২৯৯। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫১ রান করেন মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ। ৪৮ রান করেন হেড। ৪১ রান করেন স্টিভ স্মিথ। বাদ পড়তে পড়তেও দলে টিকে যাওয়া ডেভিড ওয়ার্নার করেন ৩২ রান। ভালো ফর্মে থাকা উসমান খাজা অবশ্য ৩ রান করেই আউট হয়ে যান। ক্যামেরন গ্রিন করেন ১৬ রান। ২০ রান করেন অ্যালেক্স কেরি। দিনের শেষে ২৩ রান করে অপরাজিত মিচেল স্টার্ক। ১ রান করে অপরাজিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

Latest Videos

ইংল্যান্ডের হয়ে ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। ৬৮ রান দিয়ে ২ উইকেট নেন ব্রড। ৬০ রান দিয়ে ১ উইকেট নেন মার্ক উড। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন মইন আলি

তবে বুধবার সবাইকে ছাপিয়ে গেলেন ব্রড। তাঁর নজিরই এদিন ওল্ড ট্র্যাফোর্ডের সেরা ঘটনা হয়ে থাকল। টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়ার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন তিনি। এতদিন ইংল্যান্ডের বোলারদের মধ্যে অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল প্রাক্তন তারকা ইয়ান বথামের দখলে। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন ব্রড। অ্যাশেজে তাঁর ১৫০ উইকেট হয়ে গেল। ২০০৭ সালে টেস্টে অভিষেক হয় এই পেসারের। সেই সময় ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন মাইকেল ভন। এখন অধিনায়ক স্টোকস। কিন্তু একইভাবে খেলে যাচ্ছেন ব্রড। তিনি ২০ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। অনেকবার দলকে ম্যাচও জিতিয়েছেন এই পেসার।

আরও পড়ুন-

এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা এখন থেকেই শুরু

সাই সুদর্শনের অপরাজিত শতরান, ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News