India tour of Australia, 2025: আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তার আগে দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ভারতীয় দল।
KNOW
India vs West Indies: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেক আলোচনা চলছে। এরই মধ্যে অপর এক পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। ১৫ অক্টোবর ভারতীয় দল নয়াদিল্লি (New Delhi) থেকে পারথের (Perth) উড়ান ধরবেন ভারতীয় ক্রিকেটাররা। ১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) ওডিআই সিরিজ। তার আগে শুক্রবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হলেও, সিরাজকে দলে রাখা হয়েছে। এই কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। এই কারণেই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বদল হতে পারে।
দিল্লি টেস্টে খেলবেন বুমরা?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে জল্পনা চলছিল, দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, দিল্লি টেস্টে খেলতে পারেন বুমরা। কারণ, এই ম্যাচের পর তিনি কয়েকদিন বিশ্রাম পাবেন। চলতি মাসের শেষদিকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। সেই সিরিজে খেলবেন বুমরা। তবে তাঁকে সব ম্যাচে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দিল্লি টেস্টে বোলিং করবেন নীতীশ?
ক্রিকেট মহলে জল্পনা চলছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র চার ওভার বোলিং করার সুযোগ পেলেও, দ্বিতীয় টেস্টে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) বোলার হিসেবে ব্যবহার করা হতে পারে। এই তরুণ অলরাউন্ডারও অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে আছেন। তবে তাঁর ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার নেই। বুমরাকে যদি দিল্লিতে খেলানো হয়, তাহলে তাঁকে কম ওভার বল করানো হতে পারে। এই কারণেই নীতীশকে দিয়ে বেশি ওভার বোলিং করানো হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


