শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট, দ্বিশতরান হারিয়ে কী বলছেন যশস্বী জয়সোয়াল?

Published : Oct 11, 2025, 06:40 PM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

Yashasvi Jaiswal: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ফর্মে ফিরেছেন। বড় স্কোর করলেও, দুর্ভাগ্যজনকভাবে দ্বিশতরান হারিয়েছেন যশস্বী জয়সোয়াল। তবে তিনি এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।

DID YOU KNOW ?
যশস্বীর দ্বিশতরান
দিল্লি টেস্টে দ্বিশতরান করতে না পারলেও, টেস্ট ক্রিকেটে অতীতে দ্বিশতরান করেছেন যশস্বী জয়সোয়াল।

India vs West Indies: দ্বিশতরানের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। ২৫৮ বলে ১৭৫ রান করে রান আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গিয়েছেন যশস্বী। তবে তিনি দ্বিশতরান না পাওয়াকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। শনিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর যশস্বী বলেছেন, ‘আমি যত বেশিক্ষণ সম্ভব খেলে যাওয়ার চেষ্টা করি। আমি যদি ক্রিজে থাকি, তাহলে খেলা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি যত দীর্ঘ সময় সম্ভব ব্যাটিং করার চেষ্টা করি। রান আউট খেলার অঙ্গ। ফলে যা হয়েছে তা নিয়ে ভাবছি না।’

দলের কথাই ভাবছেন যশস্বী

যশস্বী আরও বলেছেন, ‘আমি কী সাফল্য অর্জন করতে পারি, সেই ভাবনা সবসময় থাকে। আমার লক্ষ্য কী হতে পারে, তা নিয়েও ভাবি। একইসঙ্গে দলের লক্ষ্যের কথাও ভাবি। আমি সবসময় খেলায় থাকার চেষ্টা করি। আমি যদি ক্রিজে থাকি, তাহলে লম্বা ইনিংস খেলার চেষ্টা করি। আমি এই ইনিংসে ক্রিজে গিয়ে সেট হওয়ার চেষ্টা করছিলাম। উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল। কিন্তু আমি যখন ২২ গজে ছিলাম তখন ভাবছিলাম, এক ঘণ্টা ব্যাটিং করব। তারপর আমার পক্ষে রান করা সহজ হয়ে যাবে। উইকেট এখনও খুব ভালো অবস্থায় আছে। আমরা খুব ভালো বোলিং করছি। ওদের যত দ্রুত সম্ভব অলআউট করে ফের ব্যাটিং করতে নামানোর চেষ্টা করব আমরা।’

পরিণত ইনিংস যশস্বীর

যশস্বী সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করেন। কিন্তু এই ইনিংসে তিনি স্বভাববিরুদ্ধভাবে শুরুতে ক্রিজে টিকে থাকার উপর জোর দেন। সেট হয়ে যাওয়ার পর আক্রমণাত্মক শট খেললেও, ১৭৫ রান করার ক্ষেত্রে একবারও ওভার-বাউন্ডারি মারেননি এই তরুণ। তিনি ২২টি বাউন্ডারি মারেন। এই ইনিংসে পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন যশস্বী। যা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো দিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টেস্ট ক্রিকেটে সপ্তম শতরান যশস্বী জয়সোয়ালের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছেন যশস্বী জয়সোয়াল। টেস্টে যা তাঁর সপ্তম শতরান।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম