England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের মাঝপথে এসে ফর্ম হারিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। সিরিজের শেষ ইনিংসে এসে ফর্ম ফিরে পেলেন এই তরুণ ওপেনার।
KNOW
Yashasvi Jaiswal Century: চলতি ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) ভারতীয় দলের শেষ ইনিংসে শতরান করলেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। শনিবার টেস্ট ক্রিকেটে নিজের ষষ্ঠ শতরান করলেন এই তরুণ। এদিন তিনি ১৬৪ বলে ১১৮ রান করেন। এই ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। নৈশপ্রহরী আকাশ দীপের (Akash Deep) সঙ্গে মিলে ১০৭ রান যোগ করেন যশস্বী। এই জুটিই ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। আকাশ দীপ ৯৪ বল খেলে ৬৬ রান করে আউট হয়ে গেলেও, শতরান পূরণ করেন যশস্বী। তিনি ফর্ম হারিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে অসাধারণ ব্যাটিং করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন এই তরুণ ব্যাটার। তিনি ফের প্রশংসা আদায় করে নিচ্ছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যশস্বীর প্রশংসা করেছেন। আরও অনেকেই এই তরুণ ব্যাটারের প্রশংসা করছেন।
৩০০ রানে এগিয়ে যাওয়ার পথে ভারতীয় দল
ওভাল টেস্টের (Kennington Oval) তৃতীয় দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ৩০৪। ইংল্যান্ডের চেয়ে ২৮১ রানে এগিয়ে ভারত। ৪৮ বলে ২৬ রান করে অপরাজিত রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ২৪ বলে ২৫ রান করে অপরাজিত ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এখনও ব্যাটিং করতে নামেননি। তিনি ফের বড় স্কোর করতে পারলে এই ম্যাচে ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠবে।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। সমতা ফেরাতে হলে ওভালে জয় পেতেই হবে। প্রথম ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হলেও, দলকে লড়াইয়ে ফেরান বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা লড়াই করছেন। লিড যত বাড়বে ততই বোলারদের সুবিধা হবে। এই ম্যাচে এখনও দু'দিন বাকি। তবে চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


