ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ শুবমান গিলের

Published : Oct 03, 2025, 03:41 PM IST

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বারবার অসাধারণ ইনিংস খেলেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাঁর এক নজির স্পর্শ করলেন শুবমান গিল (Shubman Gill)।

PREV
16
দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান, অসাধারণ নজির শুবমান গিলের

টেস্ট ক্রিকেটে শুবমান গিলের ধারাবাহিকতা অব্যাহত

ইংল্যান্ড সফরে প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখান শুবমান গিল। এবার দেশের মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখালেন এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ইনিংসের মাধ্যমে অসাধারণ নজির গড়লেন শুবমান।

DID YOU KNOW ?
শুবমান গিলের নজির
শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অনন্য নজির গড়লেন শুবমান গিল।
26
টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরের নজির স্পর্শ শুবমান গিলের

গাভাসকরের পাশে শুবমান

ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই ৫০ রান করে সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ করলেন শুবমান গিল। ১৯৭৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ রান করেন গাভাসকর। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে সেটাই তাঁর প্রথম টেস্ট ইনিংস ছিল। ভারতের অন্য কোনও অধিনায়ক দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে ৫০ বা তার বেশি রান করতে পারেননি।

টেস্টে অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম ইনিংস শুবমানের
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবার কোনও ম্যাচ খেলছেন শুবমান গিল।
36
ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিং শুবমান গিলের

ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং শুবমান গিলের

ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখান শুবমান গিল। তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের চাপ পড়েনি। এবার দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেও ভালো ব্যাটিং করলেন তিনি। শুক্রবার ১০০ বল খেলে ৫০ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। দলকে ভরসা দিচ্ছেন অধিনায়ক। সম্প্রতি এশিয়া কাপে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শুবমান। তবে তিনি দেখিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রেখেছেন।

46
৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলের

টেস্টে ১১-তম শতরান রাহুলের

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ১৯৭ বলে ১০০ রান করেন কে এল রাহুল। তাঁর ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি। টেস্টে ১১-তম শতরান করলেন রাহুল। তিনি ৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান করলেন এই তারকা ব্যাটার। তিনি ভারতীয় দলকে ভরসা দিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন রাহুল।

56
আমেদাবাদ টেস্টে কে এল রাহুলের পর শতরানের পথে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল

শতরানের পথে ধ্রুব জুরেল

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংসে শতরানের পথে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। তিনি অসাধারণ ব্যাটিং করছেন। এই ইনিংসে কে এল রাহুলের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করতে চলেছেন জুরেল। তিনি ভারতীয় দলকে ভরসা দিলেন। ঋষভ পন্থ চোট পেয়ে দলের বাইরে থাকায় এই সিরিজে খেলতে পারছেন না। তাঁর পরিবর্ত হিসেবে খেলতে নেমে ভালো ব্যাটিং করছেন জুরেল।

66
ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ইনিংসেই অর্ধশতরান রবীন্দ্র জাডেজার

রবীন্দ্র জাডেজার অর্ধশতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাডেজা। এই তারকা অলরাউন্ডার প্রথমবার টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তারপর প্রথম ইনিংসেই অর্ধশতরান করলেন এই তারকা। তিনি বরাবরই দলের ভরসা। শুক্রবার ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ধ্রুব জুরেলের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললেন জাডেজা।

Read more Photos on
click me!

Recommended Stories