India vs West Indies: এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হওয়ার পরেই এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। টি-২০ ফর্ম্যাটে খেলার পর এবার টেস্টে মানিয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
KNOW
India vs West Indies First Test: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুই ম্যাচেই কি খেলবেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা? (Jasprit Bumrah) বৃহস্পতিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এরপর দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দুই ম্যাচের জন্যই দল ঘোষণা করেছেন বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। ফলে বুমরার দুই ম্যাচেই খেলার কথা। কিন্তু তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বিশ্রাম দেওয়া হবে কি না বা কম ওভার বোলিং করানো হবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথম ম্যাচের আগের দিন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি বলেছেন, 'আমরা প্রতি ম্যাচের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। কতক্ষণ ম্যাচ চলে, বোলাররা কত ওভার করে বোলিং করে, সেসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
দীর্ঘদিন পর দেশের মাটিতে টেস্ট সিরিজ
গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে যায় ভারতীয় দল। তারপর প্রথমবার দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছেন শুবমানরা। ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) ভালো পারফরম্যান্স দেখানোর পর এবার দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচেই জয়ের লক্ষ্যে ভারতীয় দল। সদ্য এশিয়া কাপ (Asia Cup 2025) জেতার পর শুবমান-বুমরাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তবে এশিয়া কাপে পরপর ম্যাচ খেলেছেন বুমরা। ফলে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচেই খেলানো হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। যদিও গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে পৌঁছতে না পারায় এবার মরিয়া ভারতীয় শিবির। এই কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেলার জন্য তৈরি বুমরা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, ‘বৃহস্পতিবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ফলে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখে নিতে পারব। বুমরা হয়তো সব ম্যাচেই কয়েক ওভার বোলিং করবে। ও অনুশীলনে ২৫-২৬ ওভার করে বোলিং করেছে। দ্বিতীয় ম্যাচে ওকে খেলানোর প্রয়োজন না হলে আমরা সেটা বিবেচনা করব। কিন্তু ও প্রথম ম্যাচে খেলছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


