ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তো শট খেলার চেষ্টাই করল না, কটাক্ষ ভারতের বোলিং কোচের

Published : Jul 23, 2023, 12:45 PM ISTUpdated : Jul 23, 2023, 01:31 PM IST
Mukesh Kumar

সংক্ষিপ্ত

ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কি ড্র হয়ে যাবে? তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই সম্ভাবনা বাড়ছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সহজ উইকেট পেতে দিচ্ছেন না ক্যারিবিয়ান ব্যাটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল যে সুবিধাজনক অবস্থানে ছিল, তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর আর সেটা নেই। বরং এই ম্যাচ ড্র করার সম্ভাবনা তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৫ উইকেটে ২২৯। তৃতীয় দিন অত্যন্ত মন্থর ব্যাটিং করেছে ক্যারিবিয়ানরা। কিন্তু তারা খুব বেশি উইকেট হারায়নি। ভারতীয় দল এখনও ২০৯ রানে এগিয়ে। ফলে চতুর্থ দিন দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিতে পারলে জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তবে ভারত এই ম্যাচ জিতবেই, এটা এখন জোর দিয়ে বলা যাচ্ছে না। 

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের মন্থর ব্যাটিংকে কটাক্ষ করেছেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। তিনি বলেছেন, ‘পিচ অত্যন্ত মন্থর। এই পিচে ব্যাটিং করা সহজ। দিনের শেষদিকে বল ঘুরছিল। ওয়েস্ট ইন্ডিজ রক্ষণাত্মক ব্যাটিং করেছে। ব্যাটাররা শট খেলার চেষ্টা করলে উইকেট পাওয়ার সুযোগ থাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা শট খেলার চেষ্টাই করেনি। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমাদের বোলারদের কাছ থেকে যেটা প্রত্যাশা করা হচ্ছিল, ওরা ঠিক সেটাই করেছে।’

ভারতের বোলিং কোচ আরও বলেছেন, ‘স্পোর্টিং পিচই হওয়া উচিত। পিচে ভারসাম্য থাকা উচিত। ব্যাটারদের জন্য যেমন কিছু সুবিধা থাকা উচিত, তেমনই বোলারদের জন্যও কিছু সুবিধা থাকা উচিত। ডমিনিকার পিচে বলব ঘুরছিল। কিন্তু আমরা সেই পরিবেশ-পরিস্থিতি ভালোভাবে কাজে লাগাতে পেরেছিলাম। আমাদের বোলারদের দক্ষতা ভালো ফলের ক্ষেত্রে সাহায্য করেছিল। এখন যে পিচে খেলা হচ্ছে, সেখানে ২০ উইকেট নেওয়া কঠিন। আমাদের প্রথম লক্ষ্য হল, ওদের প্রথম ইনিংসে অলআউট করে দিতে হবে। তারপর দেখা যাক কী হয়। এই ধরনের পিচে বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়। এরকম পাটা উইকেট থাকা উচিত নয়। এই ধরনের পিচে খেলা উপভোগ্য হয় না। সবাই টেস্ট ম্যাচের ফল চায়।’

চতুর্থ দিনের শুরুতেই যদি মুকেশ কুমার, মহম্মদ সিরাজরা একাধিক উইকেট তুলে নিতে পারেন, তাহলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশাবাদী মামব্রে। তিনি বলেছেন, ‘আমরা ম্যাচ জেতার চেষ্টা করছি। আমরা প্রতিটি সেশন ধরে এগোতে চাই। চতুর্থ দিন প্রথম ঘণ্টার খেলা কেমন হয়, সেটা দেখতে হবে। আমাদের হাতে নতুন বল আছে। সিরাজ ও মুকেশ যেভাবে বল করেছে এবং স্যুইং আদায় করে নিয়েছে, তাতে আমরা উইকেট পেতেই পারি। শুরুতেই ১-২টি উইকেট পেলে আমাদের ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। আমরা জেতার মানসিকতা নিয়েই খেলছি।’

আরও পড়ুন-

বিশ্বকাপের আগেই ১০০ শতাংশ ফিট হতে চাইছে ঋষভ পন্থ

Virat Kohli: বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না জশুয়া ডা সিলভার মায়ের

রুদ্ধশ্বাস লড়াইয়ে তৃতীয় ম্যাচ টাই, ভারত-বাংলাদেশ ওডিআই সিরিজ ১-১

PREV
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?