সংক্ষিপ্ত
এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও, তৃতীয় ম্যাচ জিতে প্রত্যাবর্তন ঘটিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ম্যাচেও ভালো জায়গায় বেন স্টোকসের দল।
এবারের অ্যাশেজে প্রথমবার চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩৮৪। অস্ট্রেলিয়ার চেয়ে ৬৭ রানে এগিয়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে বেন স্টোকসের দলের হাতে এখনও ৬ উইকেট আছে। অসাধারণ ব্যাটিং করলেন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলি। তিনি করলেন ১৮৯ রান। ব্যাজবলের উপযুক্ত ব্যাটিং করলেন ক্রলি। তিনি ১৮২ বলে ১৮৯ রান করেন। স্ট্রাইক রেট ১০৩.৮৫। ক্রলির এই ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। নিশ্চিত দ্বিশতরান হারালেন ক্রলি। ইংল্যান্ডের অপর ওপেনার বেন ডাকেট অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ৬ বল খেলে মাত্র ১ রান করেন।৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৪ রান করেন মইন আলি। তাঁর ৮২ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। জো রুট করেন ৮৪ রান। তাঁর ৯৫ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। দিনের শেষে ১৪ রান করে অপরাজিত হ্যারি ব্রুক। ২৪ রান করে অপরাজিত স্টোকস। অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৬২ রান দিয়ে ১ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন ক্যামেরন গ্রিন।
এর আগে প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮ উইকেটে ২৯৯। ২৩ রান করে অপরাজিত ছিলেন মিচেল স্টার্ক। ১ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় দিন আর কোনও রান করার আগেই আউট হয়ে যান কামিন্স। এরপর ৪ রান করে আউট হয়ে যান হ্যাজেলউড। ৩৬ রান করে অপরাজিত থাকেন স্টার্ক। ইংল্যান্ডের হয়ে ৬২ রান দিয়ে ৫ উইকেট নেন ক্রিস ওকস। ৬৮ রান দিয়ে ২ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ৬০ রান দিয়ে ১ উইকেট নেন মার্ক উড। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন মইন।
এজবাস্টনে এই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। অসাধারণ লড়াই করেন কামিন্স। লর্ডসে দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর হেডিংলিতে তৃতীয় ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে প্রত্যাবর্তন ঘটায় ইংল্যান্ড। এবার চতুর্থ ম্যাচে সুবিধাজনক জায়গায় স্টোকসরা।
আরও পড়ুন-
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুতেই দাপট রোহিত-যশস্বীর, ভালো জায়গায় ভারত
ওডিআই বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান, আইসিসি-র ট্যুইটে উচ্ছ্বাস ক্রিকেটপ্রেমীদের
জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা