2025 ICC Women's Cricket World Cup: রবিবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচে গ্যালারি পূর্ণ থাকছে।
KNOW
2025 ICC Women's Cricket World Cup Final: ভারতে এর আগে মহিলাদের কোনও ক্রিকেট ম্যাচ ঘিরে দর্শকদের এত আগ্রহ দেখা যায়নি। রবিবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল ঘিরে অভূতপূর্ব আগ্রহ দেখা যাচ্ছে। টিকিটের চাহিদা এমনই, ম্যাচের আগের দিনই অনলাইন প্ল্যাটফর্মে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে, সেখানে এখন দেখানো হচ্ছে, আর কোনও টিকিট পড়ে নেই। সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) ভারতীয় দলের সেমি-ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছিল। কিন্তু জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), হরমনপ্রীত কউরদের (Harmanpreet Kaur) অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দল ফাইনালে পৌঁছনোর পরেই টিকিটের চাহিদা বেড়ে গিয়েছে।
টিকিট না পেয়ে ক্ষোভ ক্রিকেটপ্রেমীদের
বহু ক্রিকেটপ্রেমীই মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালের টিকিট পাননি। তাঁরা এখন বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করছেন। অনেকেই দাবি করছেন, বিসিসিআই-এর পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই টিকিট পাওয়া যাচ্ছে না। কিন্তু আসল ব্যাপার হল, ভারতীয় দল ফাইনাল খেলা নিশ্চিত না করা পর্যন্ত টিকিট নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার সেমি-ফাইনালের পর হঠাৎই টিকিটের চাহিদা আকাশছোঁয়া হয়ে যায়। টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছিল ১০০ টাকা। ১৫০ টাকা দামের টিকিটও ছিল। কিন্তু এখন আর কোনও টিকিটই পাওয়া যাচ্ছে না।
টিকিটের কালোবাজারি হচ্ছে?
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপেও (2023 ICC Men's Cricket World Cup) ফাইনাল-সহ বিভিন্ন ম্যাচের টিকিট না পেয়ে ক্ষোভপ্রকাশ করেন। ফাইনালের আগে টিকিটের কালোবাজারির অভিযোগও পাওয়া গিয়েছিল। লক্ষাধিক টাকায় টিকিট বিক্রি হয়েছিল। রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালেও টিকিটের কালোবাজারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের অনেক গুন বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


