2025 ICC Women's Cricket World Cup: রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। প্রথমবার সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জয়ের সামনে ভারতের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়বেন হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)।
KNOW
2025 ICC Women's Cricket World Cup Final: রবিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিততে পারলে যেমন ইতিহাস গড়বে ভারতীয় দল, তেমনই বিপুল আর্থিক পুরস্কারও পাবেন ক্রিকেটাররা। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানা গিয়েছে, মহিলা দল ওডিআই বিশ্বকাপ জিতলে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। গত বছর টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) জেতার পর বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) যে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল, মহিলা দলকে সম পরিমাণ অর্থ দেওয়া হবে। পুরুষ ও মহিলা দলের পারিশ্রমিক সমান করে দেওয়ার পর এবার চ্যাম্পিয়ন দলের জন্য আর্থিক পুরস্কারের ক্ষেত্রেও তারতম্য রাখতে চাইছে না বিসিসিআই।
ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা
জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur), রিচা ঘোষরা (Richa Ghosh) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন বলে আশায় বিসিসিআই কর্তারা। এই কারণেই তাঁরা আর্থিক পুরস্কার ঠিক করে ফেলেছেন। এখনও এ বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘পুরুষ ও মহিলাদের সমান অর্থ দিচ্ছে বিসিসিআই। এই কারণেই আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে, আমাদের মেয়েরা যদি বিশ্বকাপ জেতে, তাহলে ছেলেদের বিশ্বকাপ জয়ের পর যে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল, তার চেয়ে কম অর্থ দেওয়া হবে না। তবে ওরা বিশ্বকাপ জেতার আগেই আর্থিক পুরস্কার ঘোষণা ঠিক না।’
আগেও আর্থিক পুরস্কার পেয়েছে মহিলা দল
রবিবার চ্যাম্পিয়ন হলে ভারতের মহিলা ক্রিকেট দল যে আর্থিক পুরস্কার পাবে, তা অতীতে কোনও মহিলা দল পায়নি। তবে অতীতে ভারতের মহিলা দলকে আর্থিক পুরস্কার দিয়েছে বিসিসিআই। ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে যায় ভারতীয় দল। সেই দলের সব ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে দেয় বিসিসিআই। প্রধান কোচ তুষার আরোথে (Tushar Arothe) এবং সাপোর্ট স্টাফদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


