
2025 ICC Women's Cricket World Cup Final: খুব বেশিদিন আগের কথা নয়। গত বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। রবিবার সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই (India Women vs South Africa Women) মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। পুরুষদের ক্রিকেটে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে একবারই ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াই হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে প্রোটিয়ারা। ভারতীয় দল এর আগে ফাইনাল খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতের মহিলা দল। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে।
মহিলাদের ওডিআই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৪ বার ম্যাচ খেলেছে ভারতীয় দল। ১৯৯৭ সালে প্রথমবার এই দুই দলের দেখা হয়। ওডিআই ফর্ম্যাটে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের মহিলা দল ২০ ম্যাচে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ১৩ ম্যাচে জয় পেয়েছে। অন্য এক ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই রবিবার খেলতে নামছে ভারতীয় দল।
ওডিআই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থাকলেও, এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে (Visakhapatnam) সেই ম্যাচে তিন উইকেটে জয় পায় প্রোটিয়ারা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৪৮.৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫২ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিচা ঘোষ (Richa Ghosh)। রবিবারও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।