2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপ শেষপর্যায়ে পৌঁছে গিয়েছে। রবিবার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India Women vs South Africa Women)। এটাই ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে।
KNOW
2025 ICC Women's Cricket World Cup Final: রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। ভারত-দক্ষিণ আফ্রিকা (India Women vs South Africa Women) ম্যাচ ঘিরে ক্রিকেট দুনিয়ায় আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। কারণ, মহিলাদের ওডিআই বিশ্বকাপে নতুন দল চ্যাম্পিয়ন হতে চলেছে। প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল এর আগে ফাইনাল খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে কোনও ফর্ম্যাটেই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। এবার দেশের মাটিতে সেই অধরা সাফল্য থেকে একধাপ দূরে জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)। রবিবার জিততে পারলে ভারতের মহিলাদের ক্রিকেটে নতুন ইতিহাস খোদাই করা হবে। সেই আশাই করছে সারা দেশ।
কখন, কীভাবে দেখা যাবে ফাইনাল?
রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটেয়। ম্যাচ হবে নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy)। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ, ওয়েবসাইটে।
ভারতীয় দলের প্রধান ভরসা জেমাইমা
সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) অপরাজিত শতরান করে ভারতীয় দলকে জেতানোর পর ফাইনালে দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন জেমাইমা। অধিনায়ক হরমনপ্রীতও সেমি-ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছেন। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষও (Richa Ghosh) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তারকা ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), মিডল অর্ডার ব্যাটার দীপ্তি শর্মা (Deepti Sharma), আমনজ্যোত কউরও (Amanjot Kaur) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফাইনালে একই ভুল করলে সমস্যা হতে পারে। রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরণীদের (Shree Charani) দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


