
Jemimah Rodrigues: অপরাজিত শতরান করে ভারতীয় দলকে (Australia Women vs India Women) অবিস্মরণীয় জয় এনে দেওয়ার জন্য আইসিসি-র (ICC) পক্ষ থেকে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতিয়ে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাওয়ার পর দলের পক্ষ থেকে সেরা ফিল্ডারের পুরস্কারও পেয়েছেন জেমাইমা রডরিগেজ। ফলে তাঁর আনন্দ দ্বিগুন হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচে শ্রী চরণীর (Shree Charani) বোলিংয়ে বেথ মুনির (Beth Mooney) ক্যাচ নেন জেমাইমা। এরপর তিনি অসাধারণ থ্রোয়ে তাহিলা ম্যাকগ্র্যাথকে (Tahlia McGrath) আউট করেন। এই জোড়া সাফল্যের জন্যই সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন জেমাইমা। তিনি দলে অত্যন্ত জনপ্রিয়। সবসময় হাসিমুখ ও প্রাণচঞ্চলতার জন্য দলের সবার কাছেই তিনি প্রিয়। তবে ২৫ বছরের এই ক্রিকেটার যে দলের প্রয়োজনে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে পারেন, সেটাও প্রমাণ করে দিয়েছেন। ফলে ক্রিকেট দুনিয়া এখন জেমাইমাকে নিয়ে মেতে আছে।
বৃহস্পতিবার ওডিআই কেরিয়ারে তৃতীয় শতরান করেন জেমাইমা। মহিলাদের ওডিআই বিশ্বকাপে তিনি প্রথমবার কোনও ম্যাচে শতরান করলেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা ইনিংস। মহিলাদের ওডিআই ক্রিকেটের ইতিহাসেও সর্বকালের অন্যতম সেরা ইনিংস খেললেন জেমাইমা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের টার্গেট ছিল ৩৩৯ রান। দলের ১৩ রানের মাথায় শেফালি ভার্মার (Shafali Verma) উইকেট হারায় ভারতীয় দল। সেই অবস্থা থেকে লড়াই শুরু করেন জেমাইমা। তিনি ১৩৪ বল খেলে ১২৭ রানে অপরাজিত থেকে ভারতীয় দলকে ফাইনালে তুলে তারপর ক্রিজ ছাড়েন। অসাধারণ মানসিকতার পরিচয় দেন জেমাইমা। চাপের মুখে ভেঙে পড়ার বদলে বিপক্ষ দলকেই চাপে ফেলে দিয়ে ভারতীয় দলকে জেতালেন তিনি। ১৮ বছর বয়স থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। গত সাত বছরে অনেক পরিণত হয়েছেন। অস্ট্রেলিয়া যতই শক্তিশালী দল হোক না কেন, তারা যে অপরাজেয় নয়, সেটা বুঝিয়ে দিলেন জেমাইমা।
রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India Women vs South Africa Women) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে সিনিয়র পর্যায়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতাতে তৈরি জেমাইমা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।