2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সেরা তারকা জেমাইমা রডরিগেজ এবার মহিলাদের বিগ ব্যাশ লিগে (Womens Big Bash League 2025) খেলতে নেমেছেন। তবে রবিবার প্রথম ম্যাচে তিনি নজর কাড়তে পারলেন না।

DID YOU
KNOW
?
বিগ ব্যাশ লিগে জেমাইমা
ভারতীয় দলকে মহিলাদের ওডিআই বিশ্বকাপ জেতানোর পর এখন মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলছেন জেমাইমা রডরিগেজ।

Womens Big Bash League 2025: ভারতীয় দলের হয়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখালেও, মহিলাদের বিগ ব্যাশ লিগে (Women's Big Bash League) ব্রিসবেন হিট মহিলা দলের (Brisbane Heat Women) হয়ে প্রথম ম্যাচে ভালো পারফরম্যন্স দেখাতে পারলেন না জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। রবিবার মেলবোর্ন রেনেগেডস মহিলা দলের (Melbourne Renegades Women) বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে নয় বল খেলে ছয় বল খেলে আউট হয়ে যান জেমাইমা। তাঁর দলও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গেল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় ব্রিসবেন হিট। এরপর বৃষ্টির জন্য মেলবোর্ন রেনেগেডসের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় আট। ডাকওয়ার্থ-লিইউস নিয়মে (DLS Method) টার্গেট হয় ৬৬। ৭.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায় মেলবোর্ন রেনেগেডস।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স জেমাইমার

সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia Women Cricket Team) বিরুদ্ধে অপরাজিত শতরান করে ভারতীয় দলকে জেতান জেমাইমা। তিনি এই টুর্নামেন্টে আট ম্যাচ খেলে ২৯২ রান করেন। তবে বিশ্বকাপ ফাইনালে বড় রান পাননি জেমাইমা। এবার বিগ ব্যাশ লিগেও তিনি বড় রান পেলেন না। তবে উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League 2026) আগামী মরসুমে অন্যতম আকর্ষণ জেমাইমা। তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তার আগে ব্রিসবেন হিটের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

বিফলে নাদিন ডে ক্লার্কের লড়াই

জেমাইমা ভালো ব্যাটিং করতে না পারলেও, ভালো পারফরম্যান্স দেখালেন নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk) ও শিনেলে হেনরি (Chinelle Henry)। ওপেন করতে নেমে ৩৮ বলে ৪০ রান করেন নাদিন। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে শিনেলে ২২ বলে ২৯ রান করেন। কিন্তু তাঁদের ভালো ব্যাটিংয়ের পরেও হেরে গেল ব্রিসবেন হিট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।