সংক্ষিপ্ত
কে এল রাহুলের জীবনের সবচেয়ে বিতর্কিত ঘটনা 'কফি উইথ করণ' অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার সঙ্গে যাওয়া। এই বিতর্কিত পর্বের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাহুলকে। এই ঘটনা এখনও তাঁকে তাড়া করে বেড়ায়।
'কফি উইথ করণ'-এর বিতর্কিত ঘটনা ভুলতে পারছেন না কে এল রাহুল। এই ক্রিকেটার জানিয়েছেন, এই ঘটনার পর থেকে সাক্ষাৎকারের কথা শুনলেই তিনি ভয় পান। হার্দিক পান্ডিয়ার সঙ্গে 'কফি উইথ করণ'-এ গিয়েছিলেন রাহুল। সেই পর্বে এমন কিছু কথাবার্তা হয় যা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। সেই ঘটনা প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘আমি ট্রোলিং নিয়ে কিছু ভাবতাম না। ট্রোলিংকে ভালোভাবেই গ্রহণ করতাম। আমি ভাবতাম, এসবে আমার কিছু যায়-আসে না। সেই সময় আমার বয়স অনেক কম ছিল। ২ বছর আগে আমাকে প্রচণ্ড ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। আমি বসলে ট্রোলিং হচ্ছিল, দাঁড়ালেও ট্রোলিং হচ্ছিল। সেই সাক্ষাৎকার একেবারে অন্যরকম ছিল। সেই ঘটনা আমাকে বদলে দেয়। আমি সম্পূর্ণ বদলে যাই।’
বিতর্কিত সাক্ষাৎকারের জন্য লজ্জিত রাহুল
'কফি উইথ করণ' প্রসঙ্গে রাহুল আরও বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই শান্ত। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর আমি অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে উঠি। আমি ১০০ জনের সঙ্গে একই ঘরে থেকেছি। কিন্তু এখন আর সেরকম জায়গায় থাকি না। কারণ, ওই সাক্ষাৎকারের পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি স্কুলে কোনওদিন শাস্তি পাইনি, নির্বাসিত হইনি। স্কুলে দুষ্টুমি করেছিলাম, কিন্তু তার জন্য বহিষ্কৃত হতে হয়নি, বাবা-মাকে যেতে হয়নি। কিন্তু জাতীয় দল থেকে নির্বাসিত হয়েছিলাম। কীভাবে সেই পরিস্থিতি সামাল দেব বুঝতে পারছিলাম না।’
দলীপ ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত রাহুল
জাতীয় দলে ফেরার লক্ষ্যে এবার দলীপ ট্রফিতে খেলবেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে জায়গা করে নিতে চান এই ব্যাটার। এর জন্য তিনি অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কে এল রাহুল? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা
KL Rahul: আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে কে এল রাহুল
IPL 2023: ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান কে এল রাহুলের