অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা-বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক বদলে গিয়েছে? মুখ খুললেন শুবমান গিল

Published : Oct 18, 2025, 01:24 PM IST
Virat Kohli Shubman Gill Rohit Sharma

সংক্ষিপ্ত

India tour of Australia 2025: রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। তার আগে দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুবমান গিল (Shubman Gill)।

DID YOU KNOW ?
রবিবার শুরু সিরিজ
রবিবার পারথে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে খেলছেন রোহিত শর্মা, বিরাট কোহলি।

India vs Australia: টেস্টের পর ওডিআই ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর কি দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কি তাঁর সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে? ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে এ বিষয়ে মুখ খুললেন শুবমান গিল (Shubman Gill)। তাঁর বার্তা, ‘বাইরে যে ধরনের কথাই বলা হোক না কেন, আমাদের মধ্যে কিছুই বদলায়নি। আগের মতোই সবকিছু ঠিক আছে। এর ফলে খুব সাহায্য হচ্ছে। আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি ওরা কী ভাবছে, আমার জায়গায় থাকলে ওরা কী করত। ওদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। ওরা কী ভাবছে, তা আমি জানার চেষ্টা করছি। ওরা অনেক কিছু শিখেছে। সে বিষয়েও জিজ্ঞাসা করছি। ওরা পিচ দেখে কী ভাবছে, কোন পরিস্থিতিতে কী ভাবছে, সে কথা জিজ্ঞাসা করছি। আমি সবসময় অন্যদের মতামত জানতে চাই। তারপর আমার নিজের বিচার-বুদ্ধি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিই।’

বিরাট রোহিতের প্রতি শ্রদ্ধা শুবমানের

অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) রওনা হওয়ার আগে বিরাট ও রোহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুবমান বলেছিলেন, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) এই দুই তারকাকে দলে চাইছেন। বিরাট ও রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শুবমান আরও বলেছেন, ‘বিরাট ভাই ও রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি কখনও কোনও বিষয়ে সমস্যায় পড়লে আমি ওদের কাছে যাই। ওদের কাছ থেকে পরামর্শ চাই, ওদের কাছ থেকে সাহায্য চাই। ওরা কখনও আমাকে পরামর্শ দিতে দ্বিধাবোধ করে না। আমার মনে হয় এটাই অভিজ্ঞতার সত্যিকারের সম্পদ।’

প্রথমবার ওডিআই দলের অধিনায়ক শুবমান

রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান। এবার রোহিত দলে থাকা সত্ত্বেও ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতানোই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ওডিআই ফর্ম্যাটে প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে অধিনায়ক হিসেবে খেলতে নামছেন শুবমান গিল। তিনি এই ফর্ম্যাটে প্রথমবার ভারতের অধিনায়ক।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম