India tour of Australia, 2025: রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। বৃহস্পতিবার ভোরবেলা পারথে (Perth) পৌঁছল ভারতীয় দল। ফলে ক্রিকেটারদের দীর্ঘ বিমানযাত্রার ধকল ও ক্লান্তি কাটার আগেই অনুশীলনে নেমে পড়তে হবে।

DID YOU
KNOW
?
বিরাট-রোহিতের শেষ সফর?
ভারতীয় দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা সম্ভবত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়েছেন।

India vs Australia: নয়াদিল্লি (New Delhi) থেকে পারথ (Perth) পৌঁছতে লেগে গেল প্রায় পুরো এক দিন! বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় দল। বৃহস্পতিবার যখন ভারতীয় ক্রিকেটাররা পারথের হোটেলে পৌঁছলেন, তখন ঘড়িতে সময় ভোর চারটে। উড়ানে বিলম্বের কারণেই শুবমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) পারথে পৌঁছতে এত দেরি হল। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে যে উড়ান ধরে ভারতীয় দল, সেই উড়ান চার ঘণ্টা দেরি করে। সেই উড়ান ধরে সিঙ্গাপুরে (Singapore) পৌঁছন ভারতীয় ক্রিকেটাররা। দেরি হওয়ায় সিঙ্গাপুর থেকে পারথে পৌঁছতেও দেরি হয়। পারথে পৌঁছেই ক্রিকেটাররা বিশ্রাম নিতে চলে যান। রবিবারের ম্যাচের আগে খুব বেশি অনুশীলন করার সুযোগ পাবেন না শুবমানরা। কারণ, দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটার আগেই অনুশীলনে নেমে পড়লে চোট পাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে অন্তত বৃহস্পতিবার সবাই বিশ্রাম নিচ্ছেন।

রবিবার শুরু ওডিআই সিরিজ

এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ভারতীয় দল তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। রবিবার শুরু হচ্ছে ওডিআই সিরিজ। এই সিরিজ খেলার পরেই রোহিত ও বিরাট ফিরে আসবেন। কারণ, তাঁরা গত বছর টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। এই দুই তারকা এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন।

ভোরবেলাও বিরাট-রোহিতদের দেখার জন্য ভিড়!

ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রধান আকর্ষণ বিরাট ও রোহিত। কারণ, এই দুই তারকা হয়তো শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। এই কারণে তাঁদের দেখার জন্য ভোরবেলা বিমানবন্দরে হাজির হন বেশ কিছু ভারতীয়। তবে ক্রিকেটাররা সবাই ক্লান্ত থাকায় বিমানবন্দর থেকে বেরিয়ে বেশিক্ষণ দাঁড়াননি। তাঁরা সোজা হোটেলে চলে যান। ফলে যে অনুরাগীরা ভারতীয় ক্রিকেটারদের দেখার জন্য রাত জেগে অপেক্ষায় ছিলেন, তাঁদের হতাশ হতে হয়। বিমানবন্দরে, হোটেলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ফলে অনুরাগীরা ক্রিকেটারদের কাছে ঘেঁষতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।