আইপিএল থেকে অবসরের পর মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য চুক্তিবদ্ধ অম্বাতি রায়াডু

Published : Jun 16, 2023, 12:48 AM ISTUpdated : Jun 16, 2023, 12:57 AM IST
Ambati rayudu IPL retirement after ipl 2023 final

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার অম্বাতি রায়াডু। আইপিএল ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে তিনি অবসর ঘোষণা করেন।

আইপিএল থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলের হয়েও আর খেলেন না। ঘরোয়া ক্রিকেটেও কোনও দলের সঙ্গে যুক্ত নেই। ফলে বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে কোনও সমস্যা নেই অম্বাতি রায়াডুর। সেই কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন রায়াডু। ১৪ জুলাই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেটের প্রথম মরসুমের খেলা। ভারতের সিনিয়র দলের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলবেন রায়াডু। তিনি টেক্সাস সুপার কিংসে সতীর্থ হিসেবে পাচ্ছেন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়েকে। এছাড়া মিচেল স্যান্টনার, ডোয়েন ব্র্যাভো, ডেভিড মিলারের মতো নামী ক্রিকেটাররাও টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন। এবারের আইপিএল শুরু হওয়ার আগে অবসর ঘোষণা করেন ব্র্যাভো। তিনি চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ছিলেন। তবে ফের খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে। 

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের কর্ণধাররাই মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের মালিক। সেই কারণেই রায়াডু, কনওয়ে, স্যান্টনার, মিলার, ব্র্যাভোর মতোে ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ড্যানিয়েল স্যামস, জেরাল্ড কোৎজি। টেক্সাস সুপার কিংস যথেষ্ট শক্তিশালী দল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মেজর লিগ ক্রিকেটও জিততে চান রায়াডুরা। এই লিগের প্রথম মরসুমে ৬টি দল খেলবে। ২টি মাঠে খেলা হবে। প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ ম্যাচ খেলে ১৫৮ রান করেন রায়াডু। বেশিরভাগ ম্যাচেই তাঁকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিতে ডাকেন রায়াডু ও রবীন্দ্র জাদেজাকে। চ্যাম্পিয়ন হয়েই আইপিএল থেকে অবসর নিয়েছেন রায়াডু। এই মিডল অর্ডার ব্যাটারের বয়স ৩৭ বছর। তিনি জাতীয় দলের হয়ে ৫৫টি ওডিআই ম্যাচ খেলেছেন। ৬টি টি-২০ ম্যাচও খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ওডিআই ফর্ম্যাটে ৩টি শতরান রয়েছে রায়াডুর। তিনি আইপিএল-এ ২০৩টি ম্যাচ খেলে ৪,৩২৯ রান করেছেন। আইপিএল-এ শতরানও রয়েছে এই ব্যাটারের। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়াডু। এই দু'টি ফ্র্যাঞ্চাইজিই ৫ বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই দু'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৬ বার আইপিএল জিতেছেন রায়াডু।

আরও পড়ুন-

WTC Final 2023: ৪৮ ঘণ্টা আগেই জানতাম খেলার সুযোগ পাব না, জানালেন অশ্বিন

১৫ বছর পর পাকিস্তানে এশিয়া কাপ, হাইব্রিড মডেলে ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল