বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে প্রথম একাদশে না রাখা নিয়ে তীব্র বিতর্ক হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুরু থেকেই তাঁকে না খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। ম্যাচ যতই এগোতে থাকে, সমালোচনার মাত্রা তীব্রতর হতে থাকে। ভারতীয় দল হেরে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে তোপ দাগেন অশ্বিনের অনুরাগীরা। এতদিন এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও, এবার মুখ খুললেন স্বয়ং অশ্বিন। তিনি বলেছেন, ‘খেলতে পারলে আমার ভালোই লাগত। কারণ, ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আমি খেলেছিলাম এবং ৪ উইকেট নিয়েছিলাম। আমি সত্যিই ভালো বোলিং করেছিলাম। ২০১৮-১৯ থেকে আমি বিদেশের মাটিতে ভালো বোলিং করছি। আমি দলকে জিততে সাহায্য করেছি। আমি অধিনায়ক ও কোচের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছি।’
অশ্বিন আরও বলেছেন, 'গতবার আমরা যখন ইংল্যান্ড সফরে গিয়েছিলাম, সেবার টেস্ট সিরিজ ২-২ ড্র হয়। টিম ম্যানেজমেন্টের মনে হয়, ইংল্যান্ডের মাটিতে ৪ জন পেসার ও ১ জন স্পিনারকে দলে রাখলে ভালো হয়। ফাইনালে হয়তো সেই ভাবনা থেকেই প্রথম একাদশ ঠিক করে দল। সমস্যা হল, একজন স্পিনারকে খেলানো হলে সে চতুর্থ ইনিংসে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। যে কোনও টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল কত রান করছে, তার উপরেই স্পিনারদের ভূমিকা নির্ভর করছে। এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার।'
সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর-সহ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার অশ্বিনকে না খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেন। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতেও দলকে জিততে সাহায্য করেন এই অফস্পিনার। তিনি ২৫ উইকেট নেন। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরেও ভালো পারফরম্যান্স দেখান অশ্বিন। তিনি ৩ ম্যাচে ১২ উইকেট নেন। কিন্তু তাঁকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলানো হয়নি। প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, অশ্বিনকে খেলানো হলে হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে হারতে হত না ভারতীয় দলকে। অশ্বিন অবশ্য স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে চান অশ্বিন।
আরও পড়ুন-
১৫ বছর পর পাকিস্তানে এশিয়া কাপ, হাইব্রিড মডেলে ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়
রোহিতের বিকল্প অধিনায়ক নিয়ে ভাবনা? টেস্ট দলে হার্দিককে ফেরাতে উদ্যোগী বিসিসিআই
WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের