ক্রিকেটকে বিদায় ধাওয়ানের! গম্ভীর থেকে হরভজন, সতীর্থদের আবেগঘন বার্তায় শুভেচ্ছা গব্বরকে

আজ থেকে তিনি প্রাক্তন। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার, সকালে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানান এই ভারতীয় ক্রিকেটার।

আজ থেকে তিনি প্রাক্তন। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার, সকালে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানান এই ভারতীয় ক্রিকেটার।

ফলে, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আর তাঁকে খেলতে দেখা যাবে না। ধাওয়ানের অবসর ঘোষণার পরই নেটদুনিয়ায় আবেগঘন বার্তা আসতে শুরু করেছে তাঁর জন্য। যেইরকম তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর থেকে হরভজন সিংরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাঁকে।

Latest Videos

প্রসঙ্গত, গত ২০১০ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় শিখর ধাওয়ানের। সেই ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। এবার সমাপ্তি ঘটল সেই গব্বর অধ্যায়ের।

এদিকে তাঁর অবসর ঘোষণার পর জাতীয় দলের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর লিখেছেন, “দুরন্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন শিখি। আমি জানি যে, ভবিষ্যতেও তুমি এইরকম ভাবেই আনন্দ দেবে।” ধাওয়ানের আরেক সতীর্থ হরভজন সিং আবার বলছেন, “খুশি থাকো আমার বীর। অবসর জীবনের জন্য শুভেচ্ছা রইল। তুমি একটা রত্ন।”

 

 

উল্লেখ্য, ভারতের জার্সিতে দীর্ঘদিন সাফল্যের সঙ্গেই খেলেছেন ধাওয়ান। রোহিত, বিরাট এবং ধাওয়ানের টপ অর্ডার কার্যত বিপক্ষ দলের বোলারদের জন্য ছিল ত্রাস। তাই ধাওয়ানকে উদ্দেশ্য করে ভিভিএস লক্ষণ বলেছেন, “শিখরকে দারুণ ক্যারিয়ারের জন্য একরাশ শুভেচ্ছা। শুধু একজন ভালো ক্রিকেটার নন, মানুষ হিসেবেও শিখর দারুণ। সেটাও আমার অত্যন্ত পছন্দের। সবসময় বন্ধুর মতো মিশবে। সব ঘটনার ভালো দিকটা খুঁজবে তুমি। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।”

অপরদিকে আইপিএলে (IPL) শিখর ধাওয়ানের দল পাঞ্জাব কিংস লিখেছে, “মানুষ চিরকাল তোমায় মনে রাখবে, গব্বর।”

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন