ক্রিকেটকে বিদায় ধাওয়ানের! গম্ভীর থেকে হরভজন, সতীর্থদের আবেগঘন বার্তায় শুভেচ্ছা গব্বরকে

আজ থেকে তিনি প্রাক্তন। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার, সকালে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানান এই ভারতীয় ক্রিকেটার।

Subhankar Das | Published : Aug 24, 2024 10:52 AM IST / Updated: Aug 24 2024, 09:35 PM IST

আজ থেকে তিনি প্রাক্তন। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার, সকালে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানান এই ভারতীয় ক্রিকেটার।

ফলে, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আর তাঁকে খেলতে দেখা যাবে না। ধাওয়ানের অবসর ঘোষণার পরই নেটদুনিয়ায় আবেগঘন বার্তা আসতে শুরু করেছে তাঁর জন্য। যেইরকম তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর থেকে হরভজন সিংরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাঁকে।

Latest Videos

প্রসঙ্গত, গত ২০১০ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় শিখর ধাওয়ানের। সেই ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। এবার সমাপ্তি ঘটল সেই গব্বর অধ্যায়ের।

এদিকে তাঁর অবসর ঘোষণার পর জাতীয় দলের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর লিখেছেন, “দুরন্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন শিখি। আমি জানি যে, ভবিষ্যতেও তুমি এইরকম ভাবেই আনন্দ দেবে।” ধাওয়ানের আরেক সতীর্থ হরভজন সিং আবার বলছেন, “খুশি থাকো আমার বীর। অবসর জীবনের জন্য শুভেচ্ছা রইল। তুমি একটা রত্ন।”

 

 

উল্লেখ্য, ভারতের জার্সিতে দীর্ঘদিন সাফল্যের সঙ্গেই খেলেছেন ধাওয়ান। রোহিত, বিরাট এবং ধাওয়ানের টপ অর্ডার কার্যত বিপক্ষ দলের বোলারদের জন্য ছিল ত্রাস। তাই ধাওয়ানকে উদ্দেশ্য করে ভিভিএস লক্ষণ বলেছেন, “শিখরকে দারুণ ক্যারিয়ারের জন্য একরাশ শুভেচ্ছা। শুধু একজন ভালো ক্রিকেটার নন, মানুষ হিসেবেও শিখর দারুণ। সেটাও আমার অত্যন্ত পছন্দের। সবসময় বন্ধুর মতো মিশবে। সব ঘটনার ভালো দিকটা খুঁজবে তুমি। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।”

অপরদিকে আইপিএলে (IPL) শিখর ধাওয়ানের দল পাঞ্জাব কিংস লিখেছে, “মানুষ চিরকাল তোমায় মনে রাখবে, গব্বর।”

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'লাখ লাখের মধ্যে এমন হতেই পারে!' আবাস যোজনা ও লক্ষীর ভাণ্ডারের টাকা নিয়ে বিস্ফোরক Firhad Hakim
Rekha Patra: মাল বলার জের, ফিরহাদের বিরুদ্ধে ঝ্যাঁটা হাতে প্রতিবাদের ঝড় তুললেন রেখা পাত্র
ক্যানিং হাসপাতালে তাণ্ডব! নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে
দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে রাজপথে কংগ্রেস! রানাঘাটের বিভিন্ন বাজারে গিয়ে হয় প্রতিবাদ | Ranaghat News
অভয়া কাণ্ডের প্রতিবাদে বিদ্রোহের ঢেউ! দ্রোহের গ্যালারির আগুন ছড়িয়ে পড়ছে ক্রমশ | RG Kar Protest