সংক্ষিপ্ত

শুক্রবার শুরু হচ্ছে এবারের আইপিএল। করোনা আবহ কাটিয়ে পুরনো ফর্ম্যাটে ফিরছে আইপিএল। এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে ম্যাচগুলি। ফলে দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে।

শুক্রবার শুরু হচ্ছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ঘরের মাঠে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলবেন হার্দিক পান্ডিয়ারা। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনিরাও। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে দিতে তৈরি দু'দলের ক্রিকেটাররা। শুক্রবার প্রথম ম্যাচ শুরু সন্ধে সাড়ে ৭টায়। তার আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকছেন সারা দেশের ক্রাশ 'এক্সপ্রেশন ক্যুইন' রশ্মিকা মন্দানা। তাঁর সঙ্গেই পারফর্ম করবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এছাড়া আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, অরিজিৎ সিংয়ের। ফলে উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানেও মোহিত হয়ে যাবেন দর্শকরা।

আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের দাম রাখা হয়েছে ৮০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে। অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানের ২-৩ দিন আগে নির্দিষ্ট ঠিকানায় টিকিট পেয়ে যাবেন। যাঁরা স্টেডিয়ামে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বা প্রথম ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁরা টেলিভিশনে দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইল ফোন, ট্যাবলেট, ডেস্কটপ বা ল্যাপটপে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ দেখতে পাবেন।

২০২২-এর আইপিএল-এ প্রথমবার যোগ দেয় গুজরাট টাইটানস। ধোনিদের বিরুদ্ধে দু'টি সাক্ষাৎকারেই জয় পান হার্দিকরা। প্রথম ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে ৩ উইকেটে জয় পায় গুজরাট। দ্বিতীয় সাক্ষাৎকারে ৭ উইকেটে জয় পান হার্দিকরা। প্রথমবার আইপিএল-এ যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট। ১০ দলের মধ্যে ৯ নম্বরে থাকে সিএসকে। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা। তবে প্রথম ম্যাচ একেবারেই সহজ হবে না। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামবে গুজরাট।

এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের পুরো দল- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ম্যাথু ওয়েড (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), উর্বিল প্যাটেল (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, শুবমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, রশিদ খান, ওডেন স্মিথ, রাহুল তেওয়াটিয়া, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, মহম্মদ সামি, আলজারি জোশেফ, মোহিত শর্মা, জশ লিটল, প্রদীপ সাঙ্গওয়ান, শিবম মাভি, যশ দয়াল, দর্শন নলকাণ্ডে, নূর আহমেদ ও আর সাই কিশোর।

চেন্নাই সুপার কিংসের পুরো দল- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, শুভ্রাংশু সেনাপতি, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, কে ভগৎ ভার্মা, মইন আলি, রাজবর্ধন হাঙ্গারগেকর, শিবম দুবে, দীপক চাহার, মাহিশ থিকসানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, অজিঙ্কা রাহানে, তুষার দেশপাণ্ডে, বেন স্টোকস, মাথিসা পাথিরানা, শেখ রশিদ, নিশান্ত লিন্ধু, কাইল জেমিয়েসন ও অজয় মণ্ডল।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এর আগে চিপকে অনুশীলনে ধোনি, সারা স্টেডিয়ামে সমর্থকদের গর্জন

IPL 2023: এবারের আইপিএল-এ দীপক হুডার সঙ্গে ওপেন করতে পারেন কে এল রাহুল

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও