IPL 2023: বৃহস্পতিবার ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ, তৈরি আরসিবি-র পেসার আকাশ দীপ

Published : Apr 05, 2023, 08:42 PM ISTUpdated : Apr 05, 2023, 08:51 PM IST
RCB

সংক্ষিপ্ত

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েও কলকাতা নাইট রাইডার্সে সুযোগ হয় না বাংলার ক্রিকেটারদের। অন্য দলের হয়েই খেলতে হয় তাঁদের। এমনই একজন বাংলার পেসার আকাশ দীপ।

ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। ফলে ইডেন গার্ডেন্সের পিচই শুধু নয়, প্রতিটি ঘাসই চেনা আকাশ দীপের। এবারের রঞ্জি ট্রফিতে বাংলাকে ফাইনালে নিয়ে যাওয়ার পিছনে বড় অবদান ছিল এই পেসারের। এবার অবশ্য আইপিএল-এ ইডেনে তিনি খেলতে নামছেন অ্যাওয়ে ম্যাচ। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবেন আকাশ দীপ। চেনা মাঠে ভালো পারফরম্যান্স দেখানোই এই পেসারের লক্ষ্য। কেকেআর-এর বিরুদ্ধে খেলতে নামার আগের দিন আকাশ দীপ বলেছেন, 'আমি যখন প্রথমবার আইপিএল-এ সুযোগ পাই বা এরপর কয়েকটি ম্যাচ খেলি, তারপর বুঝতে পেরেছি আমার দক্ষতা, ফিটনেস ও ভালো বোলিং করার ক্ষমতা আছে। বড় মঞ্চে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য মানসিক প্রস্তুতিও দরকার হয়। তারকা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এবং একই ড্রেসিংরুমে থেকে আমি অনেককিছু শিখতে পেরেছি।'

আকাশ দীপ আরও বলেছেন, 'বড় মঞ্চে খেলতে গেলে অনেককিছু শিখতে হয়। খেলার আগে কীভাবে মানসিক প্রস্তুতি নিতে হয়, সেটাও শেখা জরুরি। আমি এটা শিখতে পেরেছি। এর ফলে আমার উপকার হয়েছে। আমাদের ঘরোয়া মরসুম অনেক লম্বা। ফলে সারা মরসুম ফিট থাকার উপরেই বেশি জোর দিতে হয় ফাস্ট বোলারদের। আমি ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি। এছাড়া যে কোনও উইকেটে বোলিং করার ক্ষমতা থাকাও জরুরি। আমি সেই চেষ্টা করছি। আমি স্যুইং ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি।'

গত মরসুমের আইপিএল-এ আরসিবি-র হয়ে ৫ ম্যাচ খেলে ৫ উইকেট নেন আকাশ দীপ। এবার প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নেন এই পেসার। আরসিবি-তে আকাশ দীপ ছাড়াও পেসার হিসেবে আছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল ও রিসি টপলি। বাকি পেসারদের সঙ্গে মিলে দলের জন্য ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য বাংলার এই ক্রিকেটারের। 

ইডেনে আইপিএল ম্যাচ খেলা প্রসঙ্গে আকাশ দীপ বলেছেন, 'আমি এখানে কোনওদিন আইপিএল ম্যাচ খেলিনি। শুরুতে পিচ থেকে ফাস্ট বোলাররা সাহায্য পাবে। বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও পাওয়ার-প্লে-র সুযোগ নিতে হবে। যে দল পাওয়ার-প্লে-তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে তারা এগিয়ে থাকবে। আমি কিউরেটরের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এখানে দীর্ঘদিন পর আইপিএল ম্যাচ হচ্ছে বলে ব্যাটারদের সহায়ক উইকেট বানিয়েছেন। তবে আমার মনে হয় বরাবরের মতোই পিচ থেকে সাহায্য পাবে পেসাররা।'

আরও পড়ুন-

আইসিসি ওডিআই ক্রমতালিকায় সেরা অবস্থানে শুবমান গিল

মাঠে স্পিনের জাদু চাহালের, বাইরে গ্ল্যামারের ঝলক স্ত্রীর

বৃহস্পতিবার ইডেনে আরসিবি-র বিরুদ্ধে লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর