IPL 2023: অনিশ্চিত রজত পতিদার, জশ হ্যাজেলউড, আইপিএল শুরুর আগেই চাপে আরসিবি

এবারের আইপিএল শুরু হওয়ার আগে ক্রিকেটারদের চোটের কারণে ধাক্কা খাচ্ছে বিভিন্ন দল। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলি সমস্যায় পড়ে গিয়েছে।

গোড়ালির চোটের জন্য এবারের আইপিএল-এর প্রথমার্ধে কোনও ম্যাচেই হয়তো খেলতে পারবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টপ অর্ডার ব্যাটার রজত পতিদার। গত মরসুমে আরসিবি-র হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান ২৯ বছর বয়সি এই ব্যাটার। কিন্তু এবার চোটের জন্য আইপিএল শুরু হওয়ার আগে আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি পতিদার। তাঁকে আরসিবি-র শিবিরে যোগ দিতে হলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। কিন্তু আপাতত এই ব্যাটারের পক্ষে আরসিবি-র সতীর্থদের সঙ্গে অনুশীলন করা বা ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। কারণ, চিকিৎসকরা তাঁকে আগামী ৩ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া এই ক্রিকেটারকে এমআরআই স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। এমআরআই স্ক্যানের রিপোর্টের উপরেই পতিদারের আইপিএল-এর দ্বিতীয়ার্ধে খেলা নির্ভর করবে। এই ব্যাটারকে সারা আইপিএল-এ না পেলে সমস্যায় পড়ে যেতে পারে আরসিবি। কারণ, পতিদারকে ধরেই পরিকল্পনা করছিল আরসিবি।

গতবারের আইপিএল-এর নিলামে কোনও দলই পতিদারকে নেয়নি। উইকেটকিপার লুভনিত শিসোদিয়া মাঝপথে চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে পতিদারকে দলে নেয় আরসিবি। ৭ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৩৩৩ রান করেন পতিদার। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫২.৭৫। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি। এটাই আইপিএল-এর ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন পতিদার। আইপিএল-এর প্লে-অফ পর্যায়ে এটি দ্রুততম শতরান। ২০১৪ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেন ঋদ্ধিমান সাহা। পতিদারও ৪৯ বলে শতরান করেন। গতবার আরসিবি-র হয়ে তৃতীয় সর্বাধিক রান করেন পতিদার। তিনি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির পরেই ছিলেন। এহেন ব্যাটারকে না পাওয়া আরসিবি-র পক্ষে বড় ধাক্কা।

Latest Videos

পতিদারের আইপিএল-এর দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার ক্ষীণ আশা থাকলেও, চোটের জন্য হয়তো এবারের আইপিএল-এর কোনও ম্যাচেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ফলে সমস্যা বেড়েছে আরসিবি-র। ৩২৩ বছর বয়সি এই পেসারকে আইপিএল-এর নিলামে ৭.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় আরসিবি। কিন্তু চোটের জন্য অনিশ্চিত এই পেসার। চোটের জন্যই সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার ৪ টেস্ট ম্যাচের সিরিজের কোনও ম্যাচেই খেলতে পারেননি হ্যাজেলউড। ৩ ম্যাচের ওডিআই সিরিজেও খেলতে পারেননি এই পেসার। এবার আইপিএল-এও হয়তো তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না।

আরও পড়ুন-

IPL 2023: গত আইপিএল-এ বিভিন্ন বিভাগে ব্যক্তিগত সেরার পুরস্কার পেয়েছিলেন কারা? রইল তালিকা

জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

নবম শ্রেণির ইংরাজি প্রশ্নপত্রে বিরাট কোহলির ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla