- Home
- Sports
- Cricket
- IPL 2023: গত আইপিএল-এ বিভিন্ন বিভাগে ব্যক্তিগত সেরার পুরস্কার পেয়েছিলেন কারা? রইল তালিকা
IPL 2023: গত আইপিএল-এ বিভিন্ন বিভাগে ব্যক্তিগত সেরার পুরস্কার পেয়েছিলেন কারা? রইল তালিকা
- FB
- TW
- Linkdin
গত আইপিএল-এ সর্বাধিক রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন রাজস্থান রয়্যালসের জশ বাটলার
২০২২-এর আইপিএল-এ অসাধারণ ফর্মে ছিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ ব্যাটার জশ বাটলার। ৮৬৩ রান করেন এই ব্যাটার। তিনিই সবচেয়ে বেশি রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ জেতেন।
২০২২-এর আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল
গত আইপিএল-এ অসাধারণ বোলিং করেন রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ২৭ উইকেট নেন। এই লেগ-স্পিনারই পার্পল ক্যাপ জেতেন।
অরেঞ্জ ক্যাপ জেতার পাশাপাশি গত আইপিএল-এর সেরা খেলোয়াড় হন জশ বাটলার
রাজস্থান রয়্যালসের তারকা ইংরেজ ব্যাটর জশ বাটলারই গতবারের আইপিএল-এর সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে তৈরি এই তারকা ব্যাটার।
বলের গতিতে সবাইকে চমকে দিয়ে ২০২২-এর আইপিএল-এ সেরা উঠতি খেলোয়াড় হন উমরান মালিক
গতবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই পেসারের বলের গতিতে চমকে যান সবাই। অসাধারণ বোলিং করে সেরা উঠতি খেলোয়াড় নির্বাচিত হন উমরান।
২০২২-এর আইপিএল-এ 'সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' পুরস্কার পান দীনেশ কার্তিক
গত আইপিএল-এ দুর্দান্ত ব্যাটিং করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। তিনি শেষদিকে ব্যাটিং করতে নেমে ঝড় তুলছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৩.৩৩। 'সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' পুরস্কার পান কার্তিকই।
২০২২-এর আইপিএল-এ সবচেয়ে বেশি বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন জশ বাটলার
গতবারের আইপিএল-এ সর্বাধিক রান করার পথে ৪৫টি ওভার-বাউন্ডারি মারেন জশ বাটলার। ইংল্যান্ডের এই ব্যাটার ৮৩টি বাউন্ডারি মারেন। বাটলারই সবচেয়ে বেশি বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারার জন্য বিশেষ পুরস্কার পান।
আইপিএল-এর ইতিহাসে তৃতীয়বার একই দলের দুই ক্রিকেটার অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ জেতেন
রাজস্থান রয়্যালস ২০২২-এর আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারলেও, অসাধারণ পারফরম্যান্স দেখান জশ বাটলার ও যুজবেন্দ্র চাহাল। আইপিএল-এর ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই দলের দুই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করেন এবং সবচেয়ে বেশি উইকেট নেন।
প্রথমবার আইপিএল-এ যোগ দিয়েই চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস
২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। তাদেরই হারিয়ে গতবার আইপিএল জেতে গুজরাট টাইটানস। প্রথমবার আইপিএল-এ যোগ দিয়েই বাজিমাত করে হার্দিক পান্ডিয়ার দল।