IPL 2023: 'এনসিএ-র স্থায়ী বাসিন্দা', দীপক চাহারদের কটাক্ষ রবি শাস্ত্রীর

Published : Apr 12, 2023, 07:28 PM ISTUpdated : Apr 12, 2023, 07:39 PM IST
Deepak Chahar

সংক্ষিপ্ত

চোটের কারণে এবারের আইপিএল-এ খেলতে পারছেন না একাধিক ভারতীয় ক্রিকেটার। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় চোট পেয়েছেন। কিন্তু জসপ্রীত বুমরা, শ্রেয়াস আইয়রার খেলার মাঝেই চোট পেয়েছেন।

গত ৮ মাসের মধ্যে ৩ বার ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার। চোট সারিয়ে এবারের আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলা শুরু করে ফের চোট পেয়েছেন এই পেসার। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাইরে চলে যান চাহার। তিনি কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। বারবার এভাবে চোট পাওয়ার জন্য নাম না করে চাহারকে কটাক্ষ করলেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘গত ৩-৪ বছর এমন কয়েকজন ক্রিকেটার এসেছে, যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। ওরা এবার চাইলেই সেখানে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়ে যাবে। ওদের যখনই ইচ্ছা হবে এনসিএ-তে যেতে পারে। এটা একেবারেই ভালো ব্যাপার নয়। এটা অবাস্তব ঘটনা।’

ভারতীয় ক্রিকেটাররা চোট পেলে জাতীয় দলে ফেরার আগে এনসিএ-তে যান। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেলে তবেই জাতীয় দলে ফিরতে পারেন ক্রিকেটাররা। কিন্তু এনসিএ-তে রিহ্যাবের পর মাঠে ফিরেও চোট পেয়েছেন চাহার। এই ঘটনায় এনসিএ-র স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিক্যাল টিমের প্রধান নীতীন প্যাটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে শাস্ত্রী বলেছেন, 'ভারতীয় দলের সব বোলারই ক্রিকেটের ৩ ফর্ম্যাটে খেলে না। কিন্তু তারপরেও ওরা টানা ৪টি টি-২০ ম্যাচে ৪ ওভার বোলিং করার মতো ফিট নয়। ওরা এনসিএ-তে কী করতে যাচ্ছে? ওরা এনসিএ-তে যাচ্ছে, রিহ্যাবের পর মাঠে ফিরছে, আবার ৩ ম্যাচ খেলে চোট পেয়ে এনসিএ-তে ফিরে যাচ্ছে। যারা এনসিএ-তে রিহ্যাবের জন্য যাচ্ছে, তাদের ফিট হয়ে উঠে তারপরেই মাঠে ফেরা উচিত। না হলে ব্যাপারটা সবার জন্যই হতাশাজনক। শুধু দলের জন্যই নয়, খেলোয়াড়, বিসিসিআই, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অধিনায়করাও বিরক্ত হচ্ছে। কারও পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব নয়।'

শাস্ত্রী আরও বলেছেন, ‘কেউ গুরুতর চোট পেলে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বারবার ৪ ম্যাচ খেলার পরেই কেউ যদি হ্যামস্ট্রিং ধরে বসে পড়ে বা কুঁচকিতে হাত দেয়, তাহলে ভাবনা আসে, এরা কারা? ওরা কীরকম অনুশীলন করছে? কী হচ্ছে? কয়েকজন আইপিএল ছাড়া অন্য কোনও টুর্নামেন্ট খেলে না। আইপিএল ম্যাচে ৪ ওভার বোলিং করতে হয়। ৩ ঘণ্টা হলেই ম্যাচ শেষ। তারপরেও ওরা চোট পাচ্ছে।’

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এ ব্যর্থ হলেও টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই সূর্যকুমার যাদব

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

IPL 2023: আইপিএল-এ ২ বছরের খরা কাটিয়ে অর্ধশতরান, দলকে জেতালেন রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড