IPL 2023: আইপিএল-রেকর্ড ভাগ বসালেন বিরাট কোহলি, স্বাগত জানালেন ক্রিস গেইল

Published : May 19, 2023, 10:44 PM ISTUpdated : May 19, 2023, 10:46 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

আইপিএল-এ বিরাট কোহলি ও ক্রিস গেইল একসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। দুই প্রাক্তন সতীর্থর সম্পর্ক খুবই ভালো। বিরাটের প্রশংসা করলেন গেইল।

আইপিএল-এর ইতিহাসে এখনও মাত্র ২ জন ব্যাটার ৬টি শতরান করতে পেরেছেন। এই দুই ব্যাটার ক্রিস গেইল ও বিরাট কোহলি। এতদিন গেইল এককভাবে আইপিএল-এ সবচেয়ে বেশি শতরানের রেকর্ডের মালিক ছিলেন। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ শতরান করে গেইলের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট। প্রাক্তন সতীর্থর এই কৃতিত্বকে স্বাগত জানিয়েছেন গেইল। তিনি বলেছেন, ‘তরুণকে স্বাগত জানাই। সবচেয়ে বেশি শতরানকারীদের ক্লাবে স্বাগত। এতদিন আমার একা লাগছিল। নিঃসঙ্গতা অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল, সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে আমার কোনও সঙ্গী পেলে ভালো হয়। এবার আমি একজন সঙ্গী পেলাম। এবার আমরা কথা বলতে পারব বিরাট।’

বিরাটের প্রশংসা করে গেইল আরও বলেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বিরাট। ও যখন প্রথম বাউন্ডারি মারে, তখনই ও বুঝে যায় দিনটা ওর। ও সেই আত্মবিশ্বাস কাজে লাগায়। ও দলের জন্য অসাধারণ পারফরম্যান্স দেখাল। বিরাট খুব কম ম্যাচেই অনেক স্যুইপ শট খেলে। তবে বাঁ হাতি স্পিনারের বলে স্যুইপ শট খেলতে দেখে ভালো লাগে। ও অসাধারণ ব্যাটিং করল। ওকে যোগ্য সঙ্গত করল ফাফ (ডু প্লেসি)।’

আইপিএল-এ ৪ বছর পর শতরান করলেন বিরাট। ২০১৬ সালের আইপিএল-এ ৪টি শতরান করার পর ২০১৯ সালের আইপিএল-এ পঞ্চম শতরান করেন। ষষ্ঠ শতরান করলেন বৃহস্পতিবার। আইপিএল-এ রান তাড়া করার সময় এই নিয়ে দ্বিতীয়বার শতরান করলেন বিরাট। তাঁর বাকি ৪টি শতরান প্রথমে ব্যাটিং করে। আইপিএল-এ ১৪২ ম্যাচ খেলে ৬টি শতরান করেন গেইল। বিরাটের ষষ্ঠ শতরান করতে লাগল ২৩৭টি ম্যাচ। 

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। কিন্তু বৃহস্পতিবারের আগে পর্যন্ত স্ট্রাইক রেট খুব বেশি না হওয়ায় অনেকে বিরাটের সমালোচনা করছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬২ বলে শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বিরাট। শুধু পাওয়ার প্লে-তেই নয়, তারপরের ওভারগুলিতেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান এই তারকা ব্যাটার। স্পিনারদেরও আক্রমণ করেন তিনি। ৬টি ওভার-বাউন্ডারি ও ৮টি বাউন্ডারি মারেন বিরাট। ওপেনিং জুটিতে বিরাট ও ডু প্লেসি ১৭২ রান যোগ করেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শতরান করেন হেইনরিক ক্লাসেন। কিন্তু বিরাট-ডু প্লেসির দাপটে সেই ইনিংস ম্লান হয়ে যায়। ৮ উইকেটে জিতে প্লে-অফের আশা জিইয়ে রাখলেন বিরাটরা।

আরও পড়ুন-

IPL 2023: শনিবার ইডেনে ডার্বির মেজাজ, কেকেআর-লখনউ লড়াইয়ে নজরে মোহনবাগান

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

IPL 2023: বিফলে লিয়াম লিভিংস্টোনের অসাধারণ ইনিংস, শেষ ওভারে জয় দিল্লি ক্যাপিটালসের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?