শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ধারাবাহিকতা বজায় রাখাই সিএসকে-র লক্ষ্য।
একেবারেই ছন্দে ছিলেন না, তার উপর চোট পেলেন চেন্নাই সুপার কিংসের স্ট্রাইক বোলার দীপক চাহার। শনিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম ওভার বোলিং করার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এই পেসার। ফের তিনি বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এই চোটের কারণে তাঁকে কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আপাতত দীপককে বাদ দিয়েই বাকিদের নিয়ে জয়ের পরিকল্পনা করতে হবে মহেন্দ্র সিং ধোনি, স্টিফেন ফ্লেমিংকে। তুষার দেশপাণ্ডে ক্রমশঃ উন্নতি করতে থাকায় ধোনির চিন্তা কিছুটা কমেছে। রাজবর্ধন হাঙ্গারগেকরও তৈরি। মইন আলি শনিবার ম্যাচ শুরু হওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও, তাঁকে নিয়ে বিশেষ উদ্বেগের কিছু নেই বলেই সিএসকে শিবির সূত্রে খবর। শনিবার দীপক চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেও যেভাবে অনায়াস জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে, তাতে ধোনিদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।
দীপকের চোট সম্পর্কে সিএসকে-র প্রাক্তন তারকা সুরেশ রায়না বলেছেন, 'আমার মনে হচ্ছে দীপককে আগামী ৪-৫ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ও আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। ওকে দেখে মনে হচ্ছে অস্বস্তিতে আছে। আইপিএল-এ যে শহরগুলিতে খেলা হচ্ছে সবগুলিই চেন্নাই থেকে অনেক দূরে। ফলে যাতায়াতের ধকল পড়ছে। এর ফলে দীপকের সমস্যা হতে পারে।'
সিএসকে অধিনায়ক ধোনি বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পেয়ে ভালো লাগছে। মনে রাখতে হবে, ম্যাচের প্রথম ওভারেই চোট পেয়ে বেরিয়ে যায় দীপক। ও আমাদের দলের হয়ে নতুন বলে বোলিং করে। (সিসান্দা) মাগালা আইপিএল-এ প্রথম ম্যাচ খেলল। আমাদের দলের পক্ষে ভালো ব্যাপার হল, স্পিনাররা ভালো বোলিং করেছে। উইকেটে বাউন্সের তারতম্য ছিল। ম্যাচের ৭ ওভার গড়ানোর পরেই স্পিনাররা সাহায্য পেতে শুরু করে। আমাদের স্পিনার ও ফাস্ট বোলাররা দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে। মাগালা, (ডোয়েন) প্রিটোরিয়াস ভালো বোলিং করেছে।’
প্রথম ম্যাচে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি তুষার দেশপাণ্ডে। তবে ধীরে ধীরে উন্নতি করছেন এই পেসার। তাঁর প্রশংসা করে ধোনি বলেছেন, ‘ওর উপর আমাদের বিশ্বাস আছে। যখন কোনও ক্রিকেটার নতুন খেলতে শুরু করে, তখন সে চাপে থাকে। তবে আইপিএল-এ কয়েক মরসুম খেললে তখন আবার অন্যরকম চাপ থাকে। ঘরোয়া ক্রিকেট মরসুমে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তুষার। ওর খেলায় উন্নতি হচ্ছে। ওর মধ্যে সম্ভাবনা আছে। তবে ও নো-বল করা বন্ধ করলে এবং আরও ধারাবাহিকতা দেখাতে পারলে উন্নতি করবে।’
আরও পড়ুন-
সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে, দ্বিতীয় হারের পর বার্তা রোহিতের
ওয়াংখেড়েতে রাহানের অসাধারণ ইনিংস, মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সিএসকে-র