IPL 2023: সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে, দ্বিতীয় হারের পর বার্তা রোহিতের

Published : Apr 09, 2023, 12:42 AM ISTUpdated : Apr 09, 2023, 12:52 AM IST
Mumbai Indians

সংক্ষিপ্ত

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ৫ বারের চ্যাম্পিয়নরা। এবারের আইপিএল-এ প্রথম দু'টি ম্যাচে হেরে গেল রোহিত শর্মার দল।

২০১২ সালে শেষবার আইপিএল-এ প্রথম ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ানস। তারপর থেকে প্রতিবারই প্রথম ম্যাচে হেরে গিয়েছে রোহিত শর্মার দল। এবারও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় মুম্বই। এরপর শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও হেরে গেলেন রোহিতরা। এই হারের দায় নিলেন মুম্বইয়ের অধিনায়ক। তিনি দলের ব্যর্থতার জন্য সিনিয়র ক্রিকেটারদেরই দায়ী করছেন। নিজেকেও আড়াল করছেন না রোহিত। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, 'সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব পালন করতে হবে। আমাকেও বাড়তি দায়িত্ব নিতে হবে। আইপিএল-এর প্রকৃতি আমরা সবাই জানি। দল যদি ছন্দে থাকে, তাহলে সবকিছু ঠিকঠাক চলে। কিন্তু ছন্দ হারিয়ে গেলে কাজটা কঠিন হয়ে যায়। আমরা ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। সবে দ্বিতীয় ম্যাচ খেললাম আমরা। সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। আমাকে আর দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।'

রোহিত আরও বলেছেন, ‘আইপিএল এরকমই টুর্নামেন্ট। কোনও দল পরপর কয়েকটি ম্যাচ জিততে পারে। কিন্তু হারতে শুরু করলে ছন্দ ফিরে পাওয়া কঠিন হয়ে যায়। আমরা টানা দ্বিতীয় ম্যাচ হারলাম। আমাদের জয়ে ফিরতে হবে। আমাদের অনেক কাজই ঠিকমতো হচ্ছে না। আমাদের অনেককিছু ঠিক করতে হবে। আমাদের কোথায় ভুল হচ্ছে, সেটা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা করছি। আমরা ২২ গজে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারছি না। আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের আরও সাহসী হতে হবে।’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান করে মুম্বই ইন্ডিয়ানস। ঘরের মাঠেও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না রোহিতরা। মুম্বইয়ের অধিনায়ক করেন ২১ রান। ঈশান কিষাণ করেন ৩২ রান। ক্যামেরন গ্রিন করেন ১২ রান। এদিনও ব্যর্থ হন সূর্যকুমার যাদব। তিনি করেন ১ রান। তিলক ভার্মা করেন ২২ রান। শেষদিকে ৩১ রান করেন টিম ডেভিড।

মুম্বইয়ের বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ২.১ ওভার বল করে ৩৫ রান দেন আর্শাদ খান। ৪ ওভার বল করে ৩৩ রান দেন পীযূষ চাওলা। ৩ ওভার বল করে ২৪ রান দেন জেসন বেহরেনডর্ফ। ২ ওভার বল করে ১৯ রান দেন হৃতিক শকিন। ৩ ওভার বল করে ২০ রান দেন গ্রিন। ফলে ব্যাটিংয়ের মতো বোলিং বিভাগ নিয়েও ভাবতে হচ্ছে রোহিতকে।

আরও পড়ুন-

রাহানের অসাধারণ ইনিংস, ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সিএসকে-র

রাহানে-জাদেজার দাপটে ওয়াংখেড়েতে ৫ বছর পর জয় চেন্নাই সুপার কিংসের

রাহানের প্রত্যাবর্তনে মুম্বই-বধ চেন্নাই সুপার কিংসের

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর