ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের দাপট। রোহিত শর্মাকে টেক্কা দিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সহজ জয় পেল চেন্নাই সুপার কিংস।
শনিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলার কথাই ছিল না অজিঙ্কা রাহানের। তিনি প্রথম একাদশে থাকবেন না জেনে খেলার প্রস্তুতিও নেননি। কিন্তু মইন আলি অসুস্থ হয়ে পড়ায় শেষমুহূর্তে খেলার সুযোগ পান রাহানে। এই সুযোগ কাজে লাগালেন অভিজ্ঞ ব্যাটার। চেনা মাঠ ওয়াংখেড়ে মাতিয়ে দিলেন রাহানে। দলকে জেতানোর পর তিনি বলেছেন, ‘আমি এই ম্যাচ দারুণ উপভোগ করেছি। টস হওয়ার ঠিক আগে আমি জানতে পারি খেলব। মইন অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে আমাকে খেলার কথা জানায় (স্টিফেন) ফ্লেমিং। ঘরোয়া ক্রিকেট মরসুমে ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমি যেভাবে খেলি, ঠিক সেভাবেই খেলার চেষ্টা করেছি। টাইমিংয়ের উপর জোর দিয়েছিলাম। অন্যান্য ম্যাচ যেভাবে খেলি, এই ম্যাচেও সেভাবেই খেলেছি। আইপিএল লম্বা টুর্নামেন্ট। কখন খেলার সুযোগ পাওয়া যাবে কেউই বলতে পারে না। আমি সবসসময় ওয়াংখেড়েতে খেলা পছন্দ করি। আমি এখানে কখনও টেস্ট ম্যাচ খেলিনি। এখানে টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা ছিল। মাহি ভাই ও ফ্লেমিং দলের সবাইকে স্বাধীনতা দেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাহি ভাই আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছিলেন। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ বছর পর জয় পেল সিএসকে। ২০১৮ সালের এপ্রিলে শেষবার এই মাঠে জয় পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। এরপর শনিবার জয় পেলেন তাঁরা। গত ৫ বছরে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলে সিএসকে। সেই দু'টি ম্যাচেই হেরে যায় সিএসকে। তৃতীয় ম্যাচে জয় পেলেন ধোনিরা।
ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘আমরা যখন বোলিং করছিলাম, তখন মাঝেমধ্যেই বল ঘুরছিল। ওদের দলের অনেক ব্যাটারই বড় শট খেলতে পারে। সেই কারণে আমি আর মিচ (মিচেল স্যান্টনার) ভালো জায়গায় বল রেখে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা যখনই এখানে খেলতে আসি তখনই দেখতে পাই উইকেট অন্যরকম আচরণ করছে। কখনও পাটা উইকেট থাকে আবার কখনও মন্থর উইকেট থাকে। আমি আর মিচ আলোচনা করে বোলিং করছিলাম। লাইন ও লেংথ নিয়ে একে অপরকে পরামর্শ দিচ্ছিলাম।’
রাহানের প্রশংসা করে সিএসকে অধিনায়ক ধোনি বলেছেন, ‘আমি মরসুমের শুরুতে জিঙ্কসের (রাহানে) সঙ্গে কথা বলি। আমি ওকে নিজের শক্তি অনুযায়ী খেলতে বলি। ওকে খেলা উপভোগ করতে বলি। ও ভালো ব্যাটিং করেছে। ও যেভাবে আউট হয়েছে তাতে খুশি হতে পারেনি। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যার মোকাবিলা করেই খেলে যেতে হবে। আপাতত লিগ টেবলের দিকে তাকাচ্ছি না।’
আরও পড়ুন-
ওয়াংখেড়েতে রাহানের অসাধারণ ইনিংস, ৭ উইকেটে জয় সিএসকে-র
জস বাটলারকে দেখে শেখার চেষ্টা করছেন, জানালেন যশস্বী জয়সোয়াল
দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস