এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ হেরে হঠাৎই চাপে পড়ে গিয়েছে নীতীশ রানার দল।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ, অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস, পরপর ২ ম্যাচে হেরে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর। এই ম্যাচেও জয় না পেলে অনেক পিছিয়ে পড়বে দল। সেটা ভালোভাবেই জানেন চন্দ্রকান্ত পণ্ডিত, নীতীশ রানারা। সেই কারণে এখনও জয় না পাওয়া দিল্লিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না কেকেআর। ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেওয়াই কেকেআর শিবিরের লক্ষ্য। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন ৭ নম্বরে কেকেআর। বৃহস্পতিবার জয় পেলে পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়ার সুযোগ থাকবে। সেটা নিশ্চিত করাই লক্ষ্য রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলদের।
এবারের আইপিএল-এ কেকেআর-কে ভোগাচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। ব্যাটাররা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। প্রতি ম্যাচেই রিঙ্কু সিংয়ের পক্ষে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়া সম্ভব নয়। টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে। অধিনায়কেরও বাড়তি দায়িত্ব নেওয়া উচিত। টপ অর্ডারের ব্যর্থতার জেরে দিল্লির বিরুদ্ধে বাদ পড়তে পারেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তাঁর পরিবর্তে খেলার সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে। তবে এই ম্যাচেও হয়তো খেলার সুযোগ পাবেন না বাংলাদেশের ব্যাটার লিটন দাস। কেকেআর-কে ভরসা দিচ্ছে ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কুর ফর্ম। রাসেল যদি ব্যাট হাতে সাফল্য পান, তাহলে জয় পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
কেকেআর-এর ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা থাকলেও, বোলিং বিভাগ ভালো পারফরম্যান্সই দেখাচ্ছে। ৩ স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সূযশ শর্মা বেশিরভাগ ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন। পেসারদের অবশ্য আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। প্রচুর রান দিচ্ছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে টিম সাউদিকে খেলানোর কথা ভাবতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। শার্দুল ঠাকুরকে মূলত ব্যাটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর বোলিং দক্ষতাকে ভালোভাবে ব্যবহার করার কথা ভাবতে পারেন নীতীশ।
প্রথম ৫ ম্যাচ হেরে পিছিয়ে পড়া দিল্লিকে উজ্জীবিত করার চেষ্টা করছেন ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দল কীভাবে ঘুরে দাঁড়াবে, সেটা কেউই বলতে পারছেন না। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া দিল্লি ক্যাপিটালসের কোনও ক্রিকেটারই দলকে ভরসা দিতে পারছেন না। ফলে কেকেআর-এর কাজ সহজ হতে পারে।
আরও পড়ুন-
IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান
ICC Rankings: টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষেই মুম্বই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব
IPL 2023: বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে ওয়ার্নারদের কয়েক লক্ষ টাকার কিটস চুরি