সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। টানা ৫ ম্যাচ হেরে ডেভিড ওয়ার্নাররা এমনিতেই প্রচণ্ড চাপে, তার উপর মাঠের বাইরেও সমস্যায় তাঁরা।

আইপিএল চলাকালীন চুরি! ছোটখাটো কোনও ব্যাপার না, কয়েক লক্ষ টাকার ক্রিকেট কিটস চুরি হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার সময় চুরি হয়ে গিয়েছে কিটস। ১৬টি ব্যাট, বেশ কয়েক জোড়া জুতো, প্যাড, গ্লাভসের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের তিনটি ব্যাট, মিচেল মার্শের দু'টি ব্যাট, ফিল সল্টের তিনটি ব্যাট, যশ ধূলের পাঁচটি ব্যাট চুরি হয়ে গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের প্রতিটি ব্যাটের দাম এক লক্ষ টাকার কাছাকাছি। দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলে ক্রিকেটারদের কিটস পৌঁছনোর পরেই চুরির কথা জানা যায়। এই ঘটনার পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আইপিএল চলাকালীন ক্রিকেটারদের জিনিসপত্র বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এত টাকার কিটস কীভাবে চুরি হয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি ক্যাপিটালসের এক কর্তা জানিয়েছেন, ‘দলের সব ক্রিকেটারের কিটস ব্যাগ থেকেই কিছু না কিছু চুরি গিয়েছে। দলের সবাই এই ঘটনায় হতভম্ভ হয়ে গিয়েছে। এই প্রথম এরকম ঘটনা ঘটল। আমরা লজিস্টিকস ডিপার্টমেন্ট, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এই ঘটনার কথা জানিয়েছি। তদন্ত শুরু হয়েছে।’

আইপিএল-এ গত ১৫ বছরে কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি। ক্রিকেটাররা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় বিমানেই যান। তাঁদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে। বিমানবন্দরগুলিতে সবসময়ই কঠোর নিরাপত্তা থাকে। বিমানবন্দরের সর্বত্র সিসিটিভি ক্যামেরা থাকে। এর মধ্যে কীভাবে ক্রিকেটারদের দামী জিনিসপত্র চুরি হয়ে গেল, সেটা সত্যিই আশ্চর্যের ব্যাপার। চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। 

এবারের আইপিএল-এ একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত পয়েন্ট পায়নি দিল্লি ক্যাপিটালস। ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে ওয়ার্নাররা। বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে দিল্লি। এই ম্যাচে দলে একাধিক বদল হতে পারে। এবারের আইপিএল-এ প্রতিটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন দিল্লির ওপেনার পৃথ্বী শ। এই ব্যাটার ৫ ম্যাচ খেলে করেছেন ৩৪ রান। সর্বাধিক স্কোর ৩৪। ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে নেটে হরভজন সিংয়ের মতো অ্যাকশনে অফস্পিন বোলিং অনুশীলন করছেন পৃথ্বী। তবে বৃহস্পতিবার তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুন-

IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স ক্যামেরন গ্রিনের, তৃতীয় জয় মুম্বইয়ের

IPL 2023: চতুর্থ ব্যাটার হিসেবে আইপিএল-এ ৬,০০০ রান পূর্ণ রোহিত শর্মার

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক