ICC Rankings: টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই মুম্বই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব

Published : Apr 19, 2023, 10:35 PM ISTUpdated : Apr 19, 2023, 10:44 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ একটি ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তবে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন তিনি।

গত কয়েক মাসে টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচ খেলেনি ভারতীয় দল। তবে তারপরেও আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মুম্বই ইন্ডিয়ানসের তারকা সূর্যকুমার যাদব। তাঁর রেটিং পয়েন্ট ৯০৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ানের চেয়ে ১০০-রও বেশি রেটিং পয়েন্টে এগিয়ে সূর্যকুমার। রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৯৮। ফলে আপাতত বেশ কিছুদিন শীর্ষস্থান ধরে রাখছেন সূর্যকুমার। ২০২২-এ টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। এ বছর দেশের মাটিতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার। সেই কারণেই তিনি একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে আছেন। ১৫ নম্বরে আছেন বিরাট কোহলি। বোলারদের মধ্যে ১৪ নম্বরে আর্শদীপ সিং। ১ ধাপ নেমে ১৯ নম্বরে ভুবনেশ্বর কুমার। অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া। শীর্ষে বাংলাদেশের তারকা শাকিব আল-হাসান। ভারতীয় ক্রিকেটাররা এখন আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না। ফলে র‍্যাঙ্কিংয়ে তাঁদের অবনতি হতে পারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে পাকিস্তানের বোলারদের মধ্যে সবার আগে হ্যারিস রউফ। তিনি শাদাব খানকে পিছনে ফেলে দিয়েছেন। পরপর ২ ম্যাচে ৪ উইকেট নেওয়ার সুবাদে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রউফ। গত সপ্তাহে শাহিন আফ্রিদির চেয়ে এগিয়ে থাকলেও, শাদাবের চেয়ে পিছিয়ে ছিলেন রউফ। তবে এবার তিনি এগিয়ে গিয়েছেন। ৫ ধাপ উন্নতি করে এখন ১১ নম্বরে রউফ। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাহিন, নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার প্রবত জয়সূর্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেট নেওয়ার সুবাদে ভালো জায়গায় এই স্পিনার। এখনও পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন জয়সূর্য। এরই মধ্যে অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। দ্বিতীয়বার টেস্ট ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ৬ টেস্ট ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৩। গল টেস্ট ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার সুবাদে র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন এই স্পিনার। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৯। এটাই তাঁর কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট। টেস্টে এখন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবার আগে জয়সূর্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার সুবাদে ৩ ধাপ উন্নতি করে ৩২ নম্বরে রমেশ মেন্ডিস। তাঁর রেটিং পয়েন্ট ৫৭৬। 

আরও পড়ুন-

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক

IPL 2023: বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে ওয়ার্নারদের কয়েক লক্ষ টাকার কিটস চুরি

IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স ক্যামেরন গ্রিনের, তৃতীয় জয় মুম্বইয়ের

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: আইপিএল-এর মেগা নিলামে ৩৫০ ক্রিকেটার, মঙ্গলবার উড়বে কোটি কোটি টাকা
India vs South Africa 3rd T20: দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং, টি-২০ ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া