এখনই আইপিএল থেকে অবসর নিচ্ছেন না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি জানিয়েছেন, পরের মরসুমেও খেলতে চান। সেভাবেই নিজেকে তৈরি করছেন ধোনি।
সদ্য শেষ হওয়া আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানান, হাঁটুর চোট নিয়ে খেলছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই আইপিএল-এর সব ম্যাচ খেললেন সিএসকে অধিনায়ক। খুব বেশি ব্যাটিং না করলেও, সব ম্যাচেই উইকেটকিপিং করেছেন ধোনি। আইপিএল ফাইনালেও তৎপরতার সঙ্গে শুবমান গিলকে স্টাম্প করেন এবং ঋদ্ধিমান সাহার ক্যাচ নেন সিএসকে অধিনায়ক। দল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছেন, তিনি এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না। আরও একটি মরসুমে খেলতে চান এই তারকা। সেই কারণেই তিনি ফিট হয়ে উঠতে চাইছেন। আইপিএল শেষ হয়েছে। এখন কয়েক মাস ধোনির সামনে কোনও খেলা নেই। কয়েকদিন পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হবেন তিনি। সেখানেই এই উইকেটকিপার-ব্যাটারের নানা শারীরিক পরীক্ষা করা হবে। ক্রিকেটপ্রেমীদের আশা, ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করার প্রয়োজন হবে না।
এবারের আইপিএল চলাকালীন ধোনিকে নিক্যাপ পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর বাঁ হাঁটুতে মোটা স্ট্র্যাপিংও দেখা গিয়েছে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে থাকতেই জল্পনা শুরু হয়েছিল, অবসর নেবেন ধোনি। তবে দলকে চ্যাম্পিয়ন করার পর সিএসকে অধিনায়ক বলেন, ‘আমি অবসর নেব কি না এই প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। এটাই অবসরের কথা ঘোষণা করার জন্য সবচেয়ে ভালো সময়। কিন্তু আমি যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, তাতে মনে হচ্ছে এখনই অবসর নেওয়া ঠিক হবে না। এখান থেকে সরে যাওয়া সহজ কাজ, কিন্তু কঠিন কাজ হবে ৯ মাস ধরে কঠার পরিশ্রম করে আরও একবার আইপিএল খেলার চেষ্টা করা। আমার পক্ষ থেকে সেটা উপহার হবে। যদিও আমার শরীরের পক্ষে কাজটা সহজ হবে না।’
ধোনি আরও বলেন, 'আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। সিএসকে-র হয়ে আমি যেদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলাম, সেদিন সবাই আমার নাম ধরে চিৎকার করছিল। আমার চোখ জলে ভরে গিয়েছিল। আমি আবেগ সামলাতে ডাগআউটে কিছুক্ষণ বসে থাকতে বাধ্য হই। আমি অনুভব করি, আমার এটা উপভোগ করা দরকার। আমার মনে হয়, আমি ঠিক যেরকম সেই কারণেই আমাকে ভালোবাসেন সিএসকে সমর্থকরা। আমি মাটিতে পা রেখে চলি বলেই সবাই আমাকে ভালোবাসেন। আমি কখনও নিজেকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করি না। আমি সবসময় সহজ-সরলভাবে থাকি।'
আরও পড়ুন-
শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
IPL Final: এখন অবসর নেওয়া সহজ কিন্তু ৯ মাস পর ফের আইপিএল খেলার চেষ্টা করব, বললেন ধোনি
IPL Final: দলের বিশেষ সদস্য মহেন্দ্র সিং ধোনিকে জয় উৎসর্গ রবীন্দ্র জাদেজার