চেন্নাই সুপার কিংসের হয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বার আইপিএল খেলে ৫ বার চ্যাম্পিয়ন হলেন ধোনি।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হলেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গেলেও, দল জেতায় খুশি ধোনি। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের আইপিএল-এও খেলার চেষ্টা করবেন। ধোনি বলেছেন, ‘আমি অবসর নেব কি না এই প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। এটাই অবসরের কথা ঘোষণা করার জন্য সবচেয়ে ভালো সময়। কিন্তু আমি যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, তাতে মনে হচ্ছে এখনই অবসর নেওয়া ঠিক হবে না। এখান থেকে সরে যাওয়া সহজ কাজ, কিন্তু কঠিন কাজ হবে ৯ মাস ধরে কঠার পরিশ্রম করে আরও একবার আইপিএল খেলার চেষ্টা করা। আমার পক্ষ থেকে সেটা উপহার হবে। যদিও আমার শরীরের পক্ষে কাজটা সহজ হবে না।’
ধোনি আরও বলেছেন, 'আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। সিএসকে-র হয়ে আমি যেদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলাম, সেদিন সবাই আমার নাম ধরে চিৎকার করছিল। আমার চোখ জলে ভরে গিয়েছিল। আমি আবেগ সামলাতে ডাগআউটে কিছুক্ষণ বসে থাকতে বাধ্য হই। আমি অনুভব করি, আমার এটা উপভোগ করা দরকার। আমার মনে হয়, আমি ঠিক যেরকম সেই কারণেই আমাকে ভালোবাসেন সিএসকে সমর্থকরা। আমি মাটিতে পা রেখে চলি বলেই সবাই আমাকে ভালোবাসেন। আমি কখনও নিজেকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করি না। আমি সহজ-সরলভাবে থাকি।'
এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘প্রতিটি ট্রফিই স্পেশাল, কিন্তু আইপিএল জয় আলাদা। কারণ, প্রতিটি কঠিন ম্যাচের জন্যই তৈরি থাকতে হয়। আজ আমরা অনেক ভুল করেছি। আমাদের বোলিং বিভাগ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে আমাদের ব্যাটিং বিভাগ বোলিং বিভাগের উপর থেকে চাপ কমিয়ে দেয়। আমি হতাশ হয়ে পড়ছিলাম। প্রতিটি মানুষই আলাদাভাবে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে। অজিঙ্কা (রাহানে) ও আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। ফলে আমি বিশেষ কিছু ভাবিনি। (অম্বাতি) রায়াডুর ব্যাপারে বিশেষ ব্যাপার হল, ও যখনই মাঠে থাকে, সবসময় ১০০ শতাংশ দেয়। ও দলে থাকলে আমি কখনও ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড পাব না। ভারতীয় এ দল থেকে আমি ওর সঙ্গে খেলছি। ও এমন একজন ব্যাটার যে পেস ও স্পিন বোলিং একইভাবে খেলতে পারে। ও আমার মতোই বেশি ফোন ব্যবহার করে না। আশা করি ও জীবনের পরবর্তী অধ্যায় উপভোগ করবে।’
আরও পড়ুন-
IPL Final: দলের বিশেষ সদস্য মহেন্দ্র সিং ধোনিকে জয় উৎসর্গ রবীন্দ্র জাদেজার
IPL Final: ৩ দিনের ম্যারাথন ফাইনাল, আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি