IPL Final: দলের বিশেষ সদস্য মহেন্দ্র সিং ধোনিকে জয় উৎসর্গ রবীন্দ্র জাদেজার

Published : May 30, 2023, 02:34 AM ISTUpdated : May 30, 2023, 02:55 AM IST
Chennai Super Kings players celebrate

সংক্ষিপ্ত

গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করল মহেন্দ্র সিং ধোনি।

বল হাতে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। ব্যাটিং করতে নেমে ৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। পরিসংখ্যানের হিসেবে হয়তো উল্লেখযোগ্য কিছু নয়। কিন্তু আইপিএল ফাইনালে পরিস্থিতির বিচারে  রবীন্দ্র জাদেজার এই পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে। জয়ের জন্য শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১০ রান। ওভার-বাউন্ডারি ও বাউন্ডারি মেরে সিএসকে-কে পঞ্চমবার আইপিএল জেতালেন জাদেজা। ম্যাচের পর এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার ঘরের মাঠের দর্শকদের সামনে পঞ্চম খেতাব জিতে দারুণ লাগছে। বহু দর্শক সিএসকে-কে সমর্থন করতে এসেছিলেন। দর্শকদের অসাধারণ সমর্থন পেলাম। গভীর রাত পর্যন্ত বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন দর্শকরা। সিএসকে সমর্থকদের অভিনন্দন জানাতে চাই। আমাদের দলের বিশেষ সদস্য মহেন্দ্র সিং ধোনিকে এই জয় উৎসর্গ করতে চাই। আমি ব্যাটিং করার সময় ভাবছিলাম, যাই হোক না কেন, আমাকে বড় শট খেলতেই হবে। ক্রিকেট ম্যাচে যা খুশি হতে পারে। মোহিত (শর্মা) মন্থর গতিতে বল করতে পারে। সেই কারণে আমি সোজা বোলারের মাথার উপর দিয়ে শট খেলার কথা ভাবছিলাম।’

ম্যাচের সেরা ডেভন কনওয়ে বলেছেন, ‘আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। স্নায়ুর চাপে ভুগছিলাম তবে আমি আর রুতু (রুতুরাজ গায়কোয়াড়) কীভাবে ব্যাটিং করব সে ব্যাপারে পরিকল্পনা করেছিলাম। এটাই আমার কেরিয়ারে সবচেয়ে বড় জয়। আইপিএল ফাইনালের চেয়ে বড় কিছু হয় না। মাইক হাসিকে কৃতিত্ব দিতেই হবে। ওর জুতোয় পা গলাতে পেরে ভালো লাগছে।’

রবিবার আইপিএল ফাইনাল শুরু হওয়ার নির্ধারিত সময়ের ঠিক আগে আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করেন অম্বাতি রায়াডু। আইপিএল চ্যাম্পিয়ন হয়েই তিনি অবসর নিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর রায়াডু বলেছেন, ‘আইপিএল ফাইনাল রূপকথার মতো শেষ হল। আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। অবিশ্বাস্য লাগছে। আমি সত্যিই ভাগ্যবান যে কয়েকটি অসাধারণ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। আমি সারাজীবন এই জয়ের কথা মনে রাখব। গত ৩০ বছর ধরে আমি যে কঠোর পরিশ্রম করেছি, তারপর এভাবে কেরিয়ার শেষ হল। আমি পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। বাবাকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি না থাকলে আমি আজ এখানে থাকতাম না।’

অজিঙ্কা রাহানে বলেছেন, ‘আমি যেভাবে ব্যটিং করেছি সেটা খুব ভালো লেগেছে। সিএসকে ম্যানেজমেন্ট ও মাহি ভাইকে কৃতিত্ব দিতেই হবে। ওঁরা আমাকে স্বাধীনতা দিয়েছেন, পাশে থেকেছেন।’

আরও পড়ুন-

IPL Final: ৩ দিনের ম্যারাথন ফাইনাল, আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

WTC Final 2023: রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে ভারতীয় দলে স্ট্যান্ডবাই যশস্বী জয়সোয়াল

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

PREV
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দ্বিতীয় জয় ভারতের
India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?