IPL 2023: ধোনির জন্য ভালো লাগছে, আশা করি ফাইনালে দেখা হবে, বললেন হার্দিক

Published : May 24, 2023, 01:10 AM IST
Gujarat Titans vs Chennai Super Kings

সংক্ষিপ্ত

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে এবারের আইপিএল ফাইনালে পৌঁছতে হলে দ্বিতীয় এলিমিনেটরে জিততে হবে। মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ হেরে গেল হার্দিক পান্ডিয়ার দল।

দশমবার আইপিএল-এর ফাইনালে ওঠার জন্য চেন্নাই সুপার কিংস ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন জানালেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ফাইনালে ফের ধোনির সঙ্গে দেখা হবে। ফাইনালে উঠতে হলে অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিততে হবে গতবারের চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে ভাই ক্রুণাল পান্ডিয়ার দল লখনউ সুপার জায়ান্টসের মোকাবিলা করতে হতে পারে। বুধবার এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস। যে দল জিতবে তারা গুজরাট টাইটানসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। সেই ম্যাচে যে দল জয় পাবে তারা ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

ধোনির প্রতি মুগ্ধতা প্রকাশ করে হার্দিক বলেছেন, 'এটাই ধোনির সবচেয়ে ভালো দিক। ও যেভাবে মাথা খাটায় এবং বোলারদের ব্যবহার করে, তাতে মনে হয় ও দলের স্কোরের সঙ্গে আরও ১০ রান যোগ করে দেয়। আমরা পরপর উইকেট হারাচ্ছিলাম। ধোনি বোলারদের পরিবর্তন করে যাচ্ছিল। ওকে কৃতিত্ব দিতেই হবে। ওর জন্য আমি খুশি। রবিবার ওর সঙ্গে দেখা হলে ভালো হবে। জীবনে আক্ষেপ করা ভালো না। আমরা আশা করেছিলাম, আউটফিল্ডে শিশির থাকবে। কিন্তু শিশির পড়েনি। আমরা ব্যাটিং ও বোলিং বিভাগে ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। ২ দিন পর ফের ম্যাচ। সেই ম্যাচে আমাদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।'

মঙ্গলবার হার প্রসঙ্গে হার্দিক বলেছেন, ‘আমাদের বোলিং ভালোই হয়েছে। কিন্তু আমরা কিছু ভুল করে ফেলি। তার ফলেই ম্যাচ খোয়াতে হল। আমাদের দলে যে ধরনের বোলার আছে তার ভিত্তিতে মনে হয়েছিল অতিরিক্ত ১৫ রান দিয়ে ফেলেছি। এই ম্যাচে আমরা অনেককিছুই ঠিকমতো করতে পেরেছি। কিন্তু মাঝের ওভারগুলিতে কয়েকটি আলগা বল করে ফেলি। আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলছিলাম কিন্তু কিছু অতিরিক্ত রান দিয়ে ফেলি। তবে এই হার নিয়ে খুব বেশি ভেবে লাভ নেই। ২ দিন পর ফের আমাদের খেলতে হবে। আমাদের ফাইনাল খেলা নিশ্চিত করতে হবে।’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের মিডল অর্ডারের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। হার্দিক নিজে করেন মাত্র ৮ রান। ডেভিড মিলার ৪, বিজয় শঙ্কর ১৪, রাহুল তেওয়াটিয়া ৩ রান করেন। লড়াই করেন রশিদ খান (৩০)। তিনি জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু এই আফগান অলরাউন্ডার আউট হয়ে যেতেই সিএসকে-র জয় নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন-

IPL 2023: পরের বছর চিপকে ফিরব কি না জানি না, ফাইনালে উঠে বার্তা ধোনির

IPL 2023: ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুরন্ত জয়, আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস

Mumbai Indians : ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে দল, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার