IPL 2023: পরের বছর চিপকে ফিরব কি না জানি না, ফাইনালে উঠে বার্তা ধোনির

চেন্নাই সুপার কিংসকে আইপিএল-এ ১০ বার ফাইনালে নিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ধোনির চেয়ে এগিয়ে শুধু মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে কি মঙ্গলবারই শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? কোয়ালিফায়ার ১-এ চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানস ম্যাচের পর ফের সেই প্রশ্ন উঠে গেল। ধোনির জবাব, ‘পরের বছর ফিরব কি না জানি না। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস আছে। এখন কেন সেটা ভেবে মাথাব্যথা করব? আমি সিএসকে-র জন্য সবসময় থাকব। মাঠে নেমে খেলি বা মাঠের বাইরে অন্য কোনও ভূমিকায় থাকি, আমি সবসময় সিএসকে-র জন্য থাকব।’ ধোনির এই মন্তব্যে তাঁর অবসর নিয়ে ধোঁয়াশা বজায় থাকল। সিএসকে অধিনায়ক নিজেই সিদ্ধান্ত নেবেন। তিনি কোনও ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। তবে সিএসকে সমর্থকদের আশা, আগামী মরসুমেও খেলবেন ধোনি।

ধোনি আরও বলেছেন, 'আইপিএল এত বড় টুর্নামেন্ট যে আমরা আরও একবার ফাইনালে উঠলাম, এ কথা বলা যাবে না। অতীতে আইপিএল ৮ দলের টুর্নামেন্ট ছিল, এখন ১০ দলের লিগ। আমি বলব না আরও একটি ফাইনালে পৌঁছলাম। ২ মাস ধরে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। দলের সবার অবদান রয়েছে। তবে মিডল অর্ডারের ব্যাটাররা খুব বেশি সুযোগ পায়নি। গুজরাট টাইটানস খুব ভালো দল। ওরা রান তাড়া করার সময় ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সেই কারণে আমাদের পরিকল্পনা ছিল, টসে জিতলে ওদের প্রথমে ব্যাটিং করতে পাঠাব। তবে টসে হেরে ভালোই হয়েছে। জাড্ডু (রবীন্দ্র জাদেজা) যদি পিচ থেকে সাহায্য পায়, তাহলে ওর বলে শট খেলা খুব কঠিন। ওর বোলিং ম্যাচের রং বদলে দেয়। মইনের (আলি) সঙ্গে ওর পার্টনারশিপ ভুলে গেলে চলবে না। আমরা দলের ফাস্ট বোলারদের শক্তি বৃদ্ধি করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করি এবং সেভাবেই প্রস্তুতি নিই। আমরা ওদের যতটা সম্ভব অনুপ্রাণিত করার চেষ্টা করি।'

Latest Videos

দল সম্পর্কে ধোনি আরও বলেছেন, ‘আমাদের দলের সাপোর্ট স্টাফরা ভালো কাজ করছে। (ডোয়েন) ব্র্যাভো, এরিক আছে। আমি উইকেট দেখে সেই অনুযায়ী ফিল্ডিং সাজাই। আমার অধিনায়কত্ব দলের বাকিদের কাছে বিরক্তিকর হতে পারে। আমি সবসময় ফিল্ডারদের ২-৩ ফুট এদিক-ওদিক সরিয়ে দিই। আমি শুধু ফিল্ডারদের একটাই অনুরোধ করি, আমার দিকে সবসময় চোখ রাখো। কেউ ক্যাচ ফস্কালে আমি কোনও প্রতিক্রিয়া দিই না। শুধু সবদিকে চোখ রাখি।’

আরও পড়ুন-

IPL 2023: ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুরন্ত জয়, আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস

২০২৮ পর্যন্ত বিরাট-রোহিতদের কিট স্পনসর অ্যাডিডাস, ঘোষণা বিসিসিআই-এর

Mumbai Indians : ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে দল, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today