IPL 2023: ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল, গুজরাট টাইটানসের কাছে হারের পর বললেন রোহিত

Published : Apr 26, 2023, 01:31 AM ISTUpdated : Apr 26, 2023, 01:40 AM IST
Mumbai Indians

সংক্ষিপ্ত

মঙ্গলবার আইপিএল-এ গুজরাট টাইটানসের কাছে বড় ব্যবধানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রোহিত শর্মার দল। 

মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের কাছে ৫৫ রানে হেরে গেল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে লড়াই করতে পারল না রোহিত শর্মার দল। এই হারের পর মুম্বইয়ের অধিনায়ক বলেছেন, ‘এই হার আমাদের কাছে একটু হতাশাজনক। ম্যাচের উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল। আমরা গুজরাট টাইটানসের ইনিংসের শেষ কয়েক ওভারে খুব বেশি রান দিয়ে ফেলি। প্রতিটি দলেরই শক্তি আলাদা। আমাদের দলের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। আমরা রান তাড়া করতে পছন্দ করি। কিন্তু দিনটা আমাদের ছিল না। আউটফিল্ডে কিছুটা শিশির ছিল। আমাদের দলের অন্তত একজন ব্যাটারের ইনিংসের শেষপর্যন্ত ক্রিজে থাকা দরকার ছিল। গত ম্যাচে আমরা ২১৫ রান তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এদিন আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ২০০-র বেশি রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা এভাবে করলে চলে না। শেষ ৭ ওভারে আমাদের হাতে খুব বেশি ব্যাটারই ছিল না।’

এই ম্যাচে রোহিতের কোনও পরিকল্পনাই খাটেনি। শুরুতে ঋদ্ধিমান সাহার উইকেট হারালেও, ৬ উইকেটে ২০৭ রান করে গুজরাট টাইটানস। ৩৪ বলে ৫৬ রান করেন শুবমান গিল। ২২ বলে ৪৬ রান করেন ডেভিড মিলার। ২১ বলে ৪২ রান করেন অভিনব মনোহর। রান তাড়া করতে নেমে ইনিংসের মাঝপথে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ানস। ইনিংসের শুরুতেই আউট হয়ে যান রোহিত। ফলে বড় ব্যবধানে হারতে হয় মুম্বইকে।

রান তাড়া করতে নেমে ৪ রানের মাথায় রোহিতের (২) উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ানস। দলের ৪৩ রানের মাথায় আউট হয়ে যান ঈশান কিষাণ (১৩)। এরপর ৪৫ রানের মাথায় আউট হয়ে যান তিলক ভার্মা (২)। ৫৯ রানের মাথায় আউট হয়ে যান ক্যামেরন গ্রিন (৩৩)। ৫৯ রানের মাথাতেই আউট হয়ে যান টিম ডেভিড (০)। দলের ৯০ রানের মাথায় আউট হয়ে যান সূর্যকুমার যাদব (২৩)। শেষদিকে লড়াই করেন নেহাল ওয়াধেরা। তিনি ২১ বলে ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ১২ বলে ১৮ রান করেন পীযূষ চাওলা। ৯ বলে ১৩ রান করেন অর্জুন তেন্ডুলকর। ৩ রান করে অপরাজিত থাকেন জেসন বেহরেনডর্ফ।

আরও পড়ুন-

IPL 2023: স্পিনারদের ব্যবহার করে বাজিমাতই লক্ষ্য ছিল, মুম্বই-বধের পর বললেন হার্দিক

IPL 2023: মুম্বইকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট

Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার

PREV
click me!

Recommended Stories

অ্যাশেজ ২০২৫-২৬: টেস্টে উইকেট সংখ্যায় গ্লেন ম্যাকগ্রাথকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ন
আইপিএল ২০২৬: কাশ্মীর থেকে এসে বাংলার হয়ে খেলছেন, রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন ব্রিজেশ