IPL 2023: এ বছর ট্রফি জেতাই লক্ষ্য, গুজরাটকে হারানোর পর হুঙ্কার চাহালের

Published : Apr 17, 2023, 01:23 AM ISTUpdated : Apr 17, 2023, 01:31 AM IST
Shimron Hetmyer

সংক্ষিপ্ত

আইপিএল-এ গতবারের রানার্স রাজস্থান রয়্যালস এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। রবিবার গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসকে হারিয়ে দিল রাজস্থান।

২০২২-এর আইপিএল-এ রানার্স হলেও, এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। রবিবার আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে হারিয়ে দেওয়ার পর এমনই বললেন রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি বলেছেন, 'শিশির পড়ে আউটফিল্ড ভিজে গিয়েছিল। বল ধরে রাখা মুশকিল হচ্ছিল। বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। কারণ, বল ভিজে যাচ্ছিল। গতবার আমি আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার সুবাদে পার্পল ক্যাপ পেয়েছিলাম। আমি এবার ট্রফি জেতার উপরেই জোর দিচ্ছি।' সতীর্থ অ্যাডাম জাম্পার প্রশংসা করে চাহাল বলেছেন, ‘গত ম্যাচে ভালো বোলিং করে জাম্পা। ও (ডেভিড) মিলারের বিরুদ্ধে ভালো বোলিং করল। (জেসন) হোল্ডার অসুস্থ ছিল। সেই কারণে আমরা জাম্পাকে দলে নিই। শেষের দিকের ওভারে একজন স্পিনারের পক্ষে বোলিং করা কঠিন। তবে কোনও মাঠে যদি বড় বাউন্ডারি থাকে এবং উইকেট থেকে স্পিনাররা সাহায্য পায়, তাহলে রান করা সহজ নয়।’

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করে রাজস্থান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করে গুজরাট। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন চাহাল। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন জাম্পা। ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। গুজরাটের হয়ে সর্বাধিক ৪৬ রান করেন মিলার। ৪৫ রান করেন শুবমান গিল। ২৮ রান করেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সাই সুদর্শন করেন ২০ রান। ২৭ রান করেন অভিনব মনোহর। 

রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পায় রাজস্থান। ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৫৬ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ২৬ রান করেন দেবদত্ত পাড়িক্কল। ১৮ রান করেন ধ্রুব জুরেল। ১০ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। গুজরাটের হয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন নূর আহমেদ।

ম্যাচের সেরা হেটমায়ার বলেছেন, ‘আমার প্রকাশ করার মতো কোনও ভাষা নেই। এই দলের বিরুদ্ধে জেতা কঠিন। গতবার ওরা আমাদের ৩ বার হারিয়ে দিয়েছিল। এবার আমরা বদলা নিলাম।’

আরও পড়ুন-

IPL 2023: অর্জুনের ক্রিকেটার হিসেবে যাত্রায় নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শুভেচ্ছা সচিনের

IPL 2023: সঞ্জু, হেটমায়ারের অসাধারণ ইনিংস, গুজরাটকে হারিয়ে দিল রাজস্থান

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না ঈশান কিষান?
টি-২০ বিশ্বকাপের দল থেকে কেন বাদ শুবমান গিল? ব্যাখ্যা প্রধান নির্বাচক অজিত আগরকরের