সংক্ষিপ্ত
আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। তবে গতবারের রানার্স রাজস্থান রয়্যালসও এবার ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।
রবিবার আইপিএল-এ গতবারের দুই ফাইনালিস্ট গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের লড়াইয়ে জয় পেল রানার্স রাজস্থান। গতবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল ফাইনালে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট। কিন্তু এবার আর ফাইনালের পুনরাবৃত্তি হল না। ৩ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান। অসাধারণ পারফরম্যান্স দেখালেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার। গুজরাটের হয়ে ভালো ব্যাটিং করেন শুবমান গিল ও ডেভিড মিলার। বল হাতে ভালো পারফরম্যান্স দেখান মহম্মদ সামি ও রশিদ খান। কিন্তু তারপরেও জয় পেল না গুজরাট। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রাজস্থান। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল গুজরাট।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। প্রথমে ব্যাটিং করতে নেমে তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় গুজরাট। ৩ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। অপর ওপেনার শুবমান অবশ্য ভালো পারফরম্যান্স দেখান। এই তরুণ ব্যাটার ৩৪ বলে ৪৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন করেন ২০ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান। মিলার ৩০ বলে ৪৬ রান করেন। তিনি ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ১৩ বলে ২৭ রান করেন অভিনব মনোহর। ১ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। ১ রান করেন রশিদ খান। ০ রানে অপরাজিত থাকেন আলজারি জোশেফ। রাজস্থানের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার যশস্বী জয়সোয়াল (১) ও জস বাটলারের (০) উইকেট হারায় রাজস্থান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা দেবদত্ত পাড়িক্কল করেন ২৬ রান। রিয়ান পরাগ করেন ৫ রান। লড়াই করেন সঞ্জু। তিনি ৩২ বলে ৬০ রান করেন। রাজস্থানের অধিনায়কের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ধ্রুব জুরেল করেন ১৮ রান। ১০ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। গুজরাটের হয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন সামি। ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন নূর আহমেদ।
আরও পড়ুন-
IPL 2023: দুরন্ত শতরান করেও দলকে জেতাতে পারলেন না, হতাশ ভেঙ্কটেশ আইয়ার
IPL 2023: বিতর্ক বাড়িয়ে ইনস্টাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান