বাবা অর্জুন তেন্ডুলকর ১৬ বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন। তাঁর ছেলে অর্জুন এখনও ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তবে আইপিএল-এ খেলার সুযোগ পেলেন অর্জুন।
২০২১ থেকে মুম্বই ইন্ডিয়ানস দলের সঙ্গে আছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। প্রথম ২ মরসুম খেলার সুযোগ না পেলেও, রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার সুযোগ পেলেন অর্জুন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এ অভিষেক ম্যাচে প্রথম ওভারে বোলিং করেন সচিনের ছেলে। এই ম্যাচে তিনি ২ ওভার বোলিং করে ১৭ রান দেন। অভিষেক ম্যাচে উইকেট না পেলেও, ভালো বোলিং করেন অর্জুন। প্রথম ওভারে ৪ রান দিলেও, দ্বিতীয় ওভারে ১৩ রান দেন এই বাঁ হাতি পেসার। এরপর আর তিনি বোলিং করার সুযোগ পাননি। ব্যাটিং করারও সুযোগ পাননি অর্জুন।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন সারা তেন্ডুলকর। তিনি ভাইকে উৎসাহ দেন। আইপিএল-এ অভিষেক ম্যাচে অর্জুনের পারফরম্যান্স দেখে খুশি সচিন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা হিসেবে আমি জানি, তুমি খেলার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। খেলা থেকে তুমি পাল্টা ভালোবাসা পাবে। আমি তোমাকে ভালোবাসি এবং খেলার প্রতি আবেগও রয়েছে। তুমি এই জায়গায় পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করেছো। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। একটি সুন্দর যাত্রা শুরু হল। শুভেচ্ছা রইল।’
২০১৪ সাল থেকে মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর হিসেবে আছেন সচিন। রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের ডাগআউটে ছিলেন সচিন। ফলে সামনে থেকেই ছেলের পারফরম্যান্স দেখার সুযোগ পেয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। আইপিএল-এর ইতিহাসে এই প্রথম কোনও দলে বাবা-ছেলে খেললেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক ছিলেন সচিন। ২০১৩ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেন এই কিংবদন্তি। খেলা ছাড়ার পরেও মুম্বইয়ের সঙ্গে যুক্ত সচিন। এই ফ্র্যাঞ্চাইজির প্রতি সচিনের অনেক অবদান রয়েছে। এবার তাঁর ছেলেও মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন।
আইপিএল-এ মুম্বইয়ের হয়ে ৭৮টি ম্যাচ খেলেন সচিন। তিনি ৫১টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন। এর মধ্যে ৩০টি ম্যাচে জয় পায় মুম্বই। হার ২১ ম্যাচে। অর্জুন সবে প্রথম ম্যাচ খেললেন। ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রা অনেক বাকি। আইপিএল-এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্য অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলে সচিনের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠানরা।
আরও পড়ুন-
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান
IPL 2023: সঞ্জু, হেটমায়ারের অসাধারণ ইনিংস, গুজরাটকে হারিয়ে দিল রাজস্থান
IPL 2023: দুরন্ত শতরান করেও দলকে জেতাতে পারলেন না, হতাশ ভেঙ্কটেশ আইয়ার