IPL 2023: ২০০ রান করা উচিত ছিল, রাজস্থানের বিরুদ্ধে হারের পর বললেন হার্দিক

রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে পারলেই এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেত গুজরাট টাইটানস। কিন্তু হেরে গিয়ে সেই সুযোগ হারালেন হার্দিক পান্ডিয়ারা।

রবিবার আইপিএল-এ গতবারের রানার্স রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। প্রথমে ব্যাটিং করতে নেমে লড়াই করার মতো স্কোর করে গুজরাট। কিন্তু তা সত্ত্বেও হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন দল। এই হারের পর গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘আমরা পাওয়ার-প্লে-তে যেভাবে ব্যাটিং করেছি, তারপর এভাবে হেরে যাব ভাবিনি। কিন্তু ক্রিকেট খেলা এরকমই। খেলা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ বলা যায় না কোন দল জিতবে। আমরা আরও একটি শিক্ষা পেলাম। (আফগানিস্তানের ১৮ বছরের চায়নাম্যান স্পিনার নূর আহমেদ) ওর বোলিং বোঝা কঠিন। ও আমাদের গুরুত্বপূর্ণ উইকেট (সঞ্জু স্যামসন) পাইয়ে দেয়। কিন্তু আমাদের দলের অন্য বোলাররা পরিকল্পনা ঠিকমতো প্রয়োগ করতে পারেনি। আমার শরীর ঠিক আছে। সবকিছু ঠিকঠাক আছে। আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট। এখনও অনেক ম্যাচ বাকি। আমরা যদি এই ম্যাচে জয় পেতাম, তাহলেও আমাদের দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলা দরকার ছিল। আমাদের আরও অনেক রান করা দরকার ছিল। আমি আউট হওয়ার পর ওরা ২ ওভারে ভালো বোলিং করে। কিন্তু আমাদের আর একটু দ্রুত তোলার করার চেষ্টা করা উচিত ছিল। আমাদের অন্তত ২০০ রান করা উচিত ছিল। আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আমি যখন মাঠের বাইরে থেকে খেলা দেখছিলাম, তখন মনে হয়েছিল অন্তত ১০ রান কম হয়েছে।’

রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করে গুজরাট। সর্বাধিক ৪৬ রান করেন ডেভিড মিলার। ওপেনার শুবমান গিল করেন ৪৫ রান। হার্দিক নিজে করেন ২৮ রান। অভিনব মনোহর করেন ২৭ রান। সাই সুদর্শন করেন ২০ রান। টি-২০ ফর্ম্যাটে ১৭৭ রান মোটেই কম নয়। অনেক সময়ই এই রান তুলে জয় পায় সংশ্লিষ্ট দলগুলি। কিন্তু রাজস্থানের হেরে গেল গুজরাট। 

Latest Videos

বল হাতে লড়াই করেন হার্দিক। তিনিই রাজস্থানের ইনিংসে প্রথম ধাক্কা দেন। গুজরাটের অধিনায়কের বলে আউট হয়ে যান রাজস্থানের ওপেনার যশস্বী জয়সোয়াল (১)। ২ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। পরের ওভারেই ভালো ফর্মে থাকা জস বাটলারকে (০) আউট করে দেন মহম্মদ সামি। ৪ রানে ২ উইকেট তুলে নিয়ে জয়ের আশায় ছিল গুজরাট। কিন্তু সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে জয় ছিনিয়ে নিল রাজস্থান।

আরও পড়ুন-

IPL 2023: এ বছর ট্রফি জেতাই লক্ষ্য, গুজরাটকে হারানোর পর হুঙ্কার চাহালের

IPL 2023: অর্জুনের ক্রিকেটার হিসেবে যাত্রায় নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শুভেচ্ছা সচিনের

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury