IPL 2023: কেকেআর শিবির ছাড়ার কারণ নিয়ে ভুয়ো খবর, ক্ষুব্ধ লিটন দাস

বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের আইপিএল অভিষেক একেবারেই ভালো হয়নি। মাত্র একটি ম্যাচ খেলেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে বিদায় নিতে হয়েছে।

পরিবারের এক সদস্যের অসুস্থতার জন্য আইপিএল-এর মাঝপথেই জরুরি ভিত্তিতে কলকাতা থেকে ঢাকা ফিরে যান লিটন দাস। কিন্তু একটি সংবাদমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটারের আইপিএল ছেড়ে যাওয়া নিয়ে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিবারের কারও অসুস্থতা নয়, স্ত্রীর সঙ্গ পাচ্ছিলেন না বলেই দেশে ফেরেন লিটন। এই প্রতিবেদনের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় লিটন লিখেছেন, 'প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখেই বলছি, আপনারা দয়া করে কোন কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি মিথ্যা! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি'র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।'

Latest Videos

জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আইপিএল-এর শুরুর দিকে কেকেআর শিবিরে যোগ দিতে পারেননি লিটন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে কলকাতায় আসেন এই ক্রিকেটার। আইপিএল-এ তাঁর অভিষেক হয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ রান করেন লিটন। এরপর উইকেটকিপিংয়ের সময় একাধিক ভুল করেন তিনি। এর জন্য সোশ্যাল মিডিয়ায় যেমন আক্রমণের মুখে পড়তে হয়, তেমনই দল থেকেও বাদ পড়েন লিটন। এরপর ২৮ এপ্রিল দেশে ফিরে যান বাংলাদেশের এই ক্রিকেটার। 

কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে লিটনের শিবির ছাড়া প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়, ‘লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। ওর পরিবারের একজন অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণেই জরুরি ভিত্তিতে ওকে দেশে ফিরতে হল। আমরা এই কঠিন পরিস্থিতিতে ওকে আর ওর পরিবারকে শুভকামনা জানাচ্ছি।’

কিন্তু লিটনের দেশে ফেরা নিয়ে হঠাৎই বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দাবি, বাংলাদেশের একটি সংবাদমাধ্যমই ভুয়ো খবর ছড়াচ্ছে। এখনও পর্যন্ত এ ব্যাপারে কেকেআর ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। লিটন এখন বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ডে। ফলে চলতি আইপিএল-এ আর খেলছেন না তিনি। আগামী আইপিএল-এ যদি কেকেআর ফের দলে নেয়, তাহলে হয়তো খেলতে আসবেন লিটন। তার আগেই অবশ্য ওডিআই বিশ্বকাপ খেলতে তিনি ভারতে আসবেন।

আরও পড়ুন-

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের কাছে হার, প্লে-অফ অঙ্ক কঠিন আরসিবি-র

Sachin 50: গ্রামে গিয়ে স্ত্রী-মেয়ের সঙ্গে রান্না, ৫০ বছরে নতুন শখ সচিনের

শুক্রবার হল আইপিএল নিলাম, শাকিব, লিটন-সহ ৮ ক্রিকেটারকে নিল কেকেআর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর