IPL 2023: কেকেআর ছাড়লে হয়তো ফর্মে ফিরবেন সুনীল নারিন, মত ড্যারেন গঙ্গার

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠছে।

Web Desk - ANB | Published : May 11, 2023 12:13 PM IST

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছেন সুনীল নারিন। ২০১২ থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি দলে যোগ দেওয়ার পরেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ২০১৪ সালে ফের ট্রফি আসে কলকাতায়। বছরের পর বছর ধরে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে কেকেআর সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন নারিন। কিন্তু এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই অলরাউন্ডার। তিনি এখনও পর্যন্ত খুব বেশি উইকেট নিতে পারেননি। ব্যাট হাতেও সাফল্য পাচ্ছেন না নারিন। এই পরিস্থিতিতে এবার তাঁকে ফ্র্যাঞ্চাইজি বদল করার পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ড্যারন গঙ্গা। তাঁর আশা, আইপিএল-এ অন্য কোনও দলে যোগ দিলে ফর্ম ফিরে পাবেন নারিন।

গঙ্গা বলেছেন, 'সুনীল নারিনকে বোলিং অ্যাকশন বদল করতে হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। ওকে বারবার বোলিং অ্যাকশন বদল করতে হয়েছে। ওকে কয়েকবার ডেকে বোলিং অ্যাকশনের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ওর বোলিং অ্যাকশন পরীক্ষার মুখে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতেও হয়েছিল। কিন্তু সুনীল নারিন এখনও বড় ক্রিকেটার। ও অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলে হয়তো ফর্মে ফিরবে।'

গঙ্গা আরও বলেছেন, 'কেকেআর দলে সুনীল নারিন ছাড়াও আরও দু'জন স্পিনার আছে। এর আগে কখনও এরকম হয়নি। এর আগে বরুণ চক্রবর্তীর সঙ্গে স্পিনার হিসেবে ছিল সুনীল নারিন। কিন্তু এখন সূযশ শর্মাও আছে। এর ফলে সুনীল নারিনের খেলার ধরনে একটু বদল এসেছে। ও ঠিকমতো লাইন ও লেংথেই বোলিং করছে। ও থাকায় বরুণ ও সূযশ উপকৃত হচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও সাফল্য না পাওয়ায় বোলার হিসেবে চাপে পড়ে গিয়েছে। কেকেআর প্রথমে ব্যাটিং করতে নেমে কম রান করলে ওর উপর চাপ বেড়ে যাচ্ছে। কারণ, ওকে ব্যাটারদের সহায়ক উইকেটে বোলিং করতে হচ্ছে। কলকাতার উইকেট থেকে দারুণ সাহায্য পাচ্ছে ব্যাটাররা। এখানে কেকেআর-এর অন্য স্পিনাররা সাফল্য পাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে সুনীল নারিন। টি-২০ ফর্ম্যাটে কোনও দল যদি একসঙ্গে ৩ জন স্পিনারকে খেলায়, তাহলে একজন স্পি্নার কম উইকেট পাবেই। সুনীল নারিনের ইকনমি রেট বরুণ ও সূযশের মতোই। কিন্তু ওরা বেশি উইকেট পাচ্ছে। সুনীল নারিন বেশি উইকেট পাচ্ছে না। তার ফলেই ও সমস্যায় পড়ে গিয়েছে।'

আরও পড়ুন-

IPL 2023: কেকেআর অ্যাকাডেমিতে অনুশীলনের সুফল পাচ্ছেন, জানালেন রিঙ্কু সিং

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের দিকে আরও এগোল সিএসকে

Read more Articles on
Share this article
click me!