IPL 2023: কেকেআর অ্যাকাডেমিতে অনুশীলনের সুফল পাচ্ছেন, জানালেন রিঙ্কু সিং
- FB
- TW
- Linkdin
কেকেআর অ্যাকাডেমিতে অনুশীলন করেই এবারের আইপিএল-এ সাফল্য, জানালেন রিঙ্কু সিং
এবারের আইপিএল-এর আগে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাডেমিতে অনুশীলন করেছেন। তারই সুফল পাচ্ছেন বলে কেকেআর-এর তারকা ব্যাটার রিঙ্কু সিং।
এবারের আইপিএল-এ একাধিক ম্যাচে একক দক্ষতায় কেকেআর-কে জিতিয়েছেন রিঙ্কু সিং
চলতি আইপিএল-এ গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন রিঙ্কু সিং। কেকেআর-এর ফিনিশার হয়ে উঠেছেন রিঙ্কু। তিনিই এখন দলের সেরা তারকা।
ডেথ ওভারে দ্রুত রান তোলার জন্য আলাদা অনুশীলন করেছেন, জানালেন রিঙ্কু সিং
রিঙ্কু সিং জানিয়েছেন, মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে ডেথ ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। ম্যাচে স্বাভাবিক খেলাই খেলছেন। অনুশীলনে যেভাবে ব্যাটিং করেছেন, ম্যাচেও সেভাবেই ব্যাটিং করছেন।
কোনও নতুন ধরনের শট নয়, স্বাভাবিক ব্যাটিং করেই সাফল্য পাচ্ছেন রিঙ্কু সিং
টি-২০ ফর্ম্যাটে এখন অনেক ব্যাটারই নতুন ধরনের শট খেলেন। তবে রিঙ্কু সেরকম কোনও শট খেলেন না। ক্রিকেটের সাধারণ শট খেলেই সাফল্য পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার।
অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে ব্যাটিং খারাপ হয়ে যাবে, মত রিঙ্কু সিংয়ের
রিঙ্কু সিং বলেছেন, তিনি স্বাভাবিক খেলাই খেলে যাওয়ার চেষ্টা করছেন। অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়বে। বল দেখে সেই অনুযায়ী শট খেলার চেষ্টা করছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির পরামর্শ মেনেই এগিয়ে চলেছেন, জানালেন রিঙ্কু সিং
কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলার সুযোগ পান রিঙ্কু সিং। তিনি জানিয়েছেন, ফিনিশার হিসেবে উন্নতি করার জন্য আর কী করতে পারেন, সেটা ধোনিকে জিজ্ঞাসা করেন। ধোনি তাঁকে বলেছেন, বেশি কিছু করার দরকার নেই। শুধু বলের জন্য অপেক্ষা করতে হবে। সেই পরামর্শ মেনেই ব্যাটিং করছেন রিঙ্কু।
ব্যাটিং করার সময় মাথা ঠান্ডা রাখতে পেরেই সাফল্য, জানালেন রিঙ্কু সিং
রিঙ্কু সিং জানিয়েছেন, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সের দর্শকরা তাঁর নাম ধরে চিৎকার করলেও, তিনি সেদিকে মন না দিয়ে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করছিলেন। এর ফলেই সাফল্য পেয়েছেন। তিনি যে জায়গায় ব্যাটিং করেন, তাতে মাথা ঠান্ডা রাখতেই হবে।
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়না তাঁর আদর্শ ক্রিকেটার, জানালেন রিঙ্কু সিং
উত্তরপ্রদেশ, ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটার সুরেশ রায়নাকেই তাঁর আদর্শ ক্রিকেটার বলে উল্লেখ করেছেন রিঙ্কু সিং। তিনিও উত্তরপ্রদেশের ছেলে। সেই কারণেই হয়তো নিজের রাজ্যের প্রাক্তন ক্রিকেটারকে আদর্শ মনে করেন।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স
পাঞ্জাব কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রিঙ্কু সিংদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও দলকে জেতানোই রিঙ্কুর লক্ষ্য।
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স
পাঞ্জাব কিংসকে হারিয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেলে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে আসবে কেকেআর। সেটাই রিঙ্কু সিংদের লক্ষ্য।