সংক্ষিপ্ত

আইপিএল-এ গতবারের রানার্স রাজস্থান রয়্যালস এবার লিগ পর্যায়ে শেষ ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকায় ৫ নম্বরে থাকল। সঞ্জু স্যামসনের দল যে পারফরম্যান্স দেখিয়েছে তারপর এই অবস্থান অবাক করার মতো।

এবারের আইপিএল-এর শুরু থেকে রাজস্থান রয়্যালস যেরকম পারফরম্যান্স দেখাচ্ছিল, তাতে সমর্থকরা ধরে নিয়েছিলেন, সহজেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবেন সঞ্জু স্যামসনরা। কিন্তু ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে শেষ করল রাজস্থান রয়্যালস। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পাওয়ার পর সঞ্জু বলেছেন, ‘ম্যাচের শেষদিকে যখন হেটি (শিমরন হেটমায়ার) ভালো ব্যাটিং করছিল, তখন আমাদের মনে হয়েছিল ১৮.৫ ওভারের মধ্যেই আমরা জয় পেয়ে যাব। আমাদের দল খুব ভালো। আমরা পয়েন্ট তালিকায় যে জায়গায় আছি, সেটা আমার কাছে একটু বেদনাদায়ক। আমি প্রায় সব ম্যাচের শেষেই (যশস্বী) জয়সোয়ালের কথা বলছি। ও পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছে, ১০০টি টি-২০ ম্যাচ খেলেছে। ৯০ শতাংশ ক্ষেত্রেই আমাদের মনে হয়েছে, প্রথম ওভারেই উইকেট নেবে (ট্রেন্ট) বোল্ট। এদিনও দ্বিতীয় বলেই ও উইকেট পেল।’

শুক্রবার পাঞ্জাব কিংসকে হারিয়েও প্লে-অফের যোগ্যতা অর্জন করা নিশ্চিত করতে পারল না রাজস্থান রয়্যালস। সঞ্জুদের নেট রান রেট +০.১৪৮। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট +০.১৮০। শেষ ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে আরসিবি। ৬ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ানসের নেট রান রেট -০.১২৮। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেলে কলকাতা নাইট রাইডার্সও ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। রাজস্থান রয়্যালসের আশা, আরসিবি, মুম্বই ও কেকেআর শেষ ম্যাচে হেরে যাবে। কিন্তু আরসিবি শেষ ম্যাচে হেরে গেলেও যদি নেট রান রেট রাজস্থান রয়্যালসের চেয়ে ভালো থাকে, তাহলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরাই প্লে-অফে খেলবেন। সঞ্জুদের প্লে-অফে খেলার আশা কার্যত নেই।

শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮.৩ ওভারের মধ্যে ১৮৮ রান তুলে জয় পেলে নেট রান রেটে আরসিবি-কে টপকে যেতে পারত রাজস্থান রয়্যালস। কিন্তু ১৯.৪ ওভারে জয়ের রান তুলতে সক্ষম হন হেটমায়াররা। ফলে রান রেটে পিছিয়ে থাকতে হল রাজস্থান রয়্যালসকে।

এবারের আইপিএল-এ প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় পায় রাজস্থান রয়্যালস। কিন্তু পরের ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে যান সঞ্জুরা। তার ফলেই পয়েন্ট তালিকায় প্রথম ৪ দলের মধ্যে থাকতে পারল না গতবারের রানার্সরা। পরপর কয়েকটি ম্যাচে হারের খেসারত দিতে হল।

আরও পড়ুন-

IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর

IPL 2023: আইপিএল-রেকর্ড ভাগ বসালেন বিরাট কোহলি, স্বাগত জানালেন ক্রিস গেইল

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ