আইপিএল-এ আরও একটি হতাশাজনক মরসুম শেষ হল কলকাতা নাইট রাইডার্সের। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ নীতীশ রানার দল। পরের মরসুমের অপেক্ষা কেকেআর সমর্থকদের।
ইডেন গার্ডেন্সে টানটান উত্তেজনার ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে ১ রানে হেরে এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। লখনউয়ের ৮ উইকেটে ১৭৬ রানের জবাবে ৭ উইকেটে ১৭৫ রান করল কেকেআর। ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। অসাধারণ লড়াই করেন এই ব্যাটার। কিন্তু অন্য প্রান্ত থেকে সেভাবে সহযোগিতা না পাওয়ায় রিঙ্কুর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থেকে এবারের আইপিএল শেষ করল কেকেআর। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করল লখনউ। জয়ের পর লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রিঙ্কুর লড়াইকে কুর্ণিশ জানানো হয়েছে।
প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে লখনউ সুপার জায়ান্টসের হিসেব ছিল স্পষ্ট। শুধু নিজেদের ২ পয়েন্ট পেতে হবে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের হিসেব অনেক জটিল ছিল। নিজেদের জিতলেই চলত না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হত। এরকম পরিস্থিতিতে সাধারণত সাফল্য পাওয়া যায় না। কেকেআর-ও সাফল্য পেল না। তবে এবারের আইপিএল-এ কেকেআর শিবিরের সবচেয়ে বড় প্রাপ্তি রিঙ্কুর অসাধারণ পারফরম্যান্স।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। একে এক আউট হয়ে যান করণ শর্মা (৩), প্রেরক মাঁকড় (২৬), মার্কাস স্টোইনিস (০), ক্রুণাল পান্ডিয়া (৯) ও কুইন্টন ডি কক (২৮)। এরপর আয়ূষ বাদোনিকে (২৫) নিয়ে লড়াই শুরু করেন নিকোলাস পুরাণ। এই জুটিই দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়। ৩০ বলে ৫৮ রান করেন পুরাণ। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ১১ রান করে অপরাজিত থাকেন কৃষ্ণাপ্পা গৌতম। কেকেআর-এর হয়ে ২ উইকেট করে নেন বৈভব অরোরা, শার্দুল ঠাকুর ও সুনীল নারিন। ১ উইকেট করে নেন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
রান তাড়া করতে নেমে কেকেআর-এর ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু ভেঙ্কটেশ (২৪) আউট হয়ে যাওয়ার পরেই পরপর উইকেট হারাতে থাকে কেকেআর। রয় করেন ৪৫ রান। নীতীশ করেন ৮ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ১০ রান। ৭ রান করেন আন্দ্রে রাসেল। শার্দুল করেন ৩ রান। ১ রান করেন নারিন ও বৈভব। লখনউয়ের হয়ে ২ উইকেট করে নেন রবি বিষ্ণোই ও যশ ঠাকুর। ১ উইকেট করে নেন ক্রুণাল ও গৌতম।
আরও পড়ুন-
IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয়, প্লে-অফে চেন্নাই সুপার কিংস
IPL 2023: কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলবেন রিঙ্কু, আশাবাদী হরভজন
IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর