রাজস্থান রয়্যালসের হয়ে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখালেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল, তেমনই কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসামান্য লড়াই করলেন রিঙ্কু সিং।
ক্রিকেট ম্যাচে এরকম ঘটনা খুব বেশি দেখা যায় না। ম্যাচের সেরা হিসেবে যাঁকে বেছে নেওয়া হল, তাঁকে ম্লান করে দিলেন হেরে যাওয়া দলের তারকা। শনিবার ইডেন গার্ডেন্সে এই ঘটনাই দেখা গেল। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৩০ বলে ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন নিকোলাস পুরাণ। কিন্তু লখনউ সুপার জায়ান্টস শিবিরের পক্ষ থেকেই কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংকে কুর্ণিশ জানানো হল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যেমন রিঙ্কুর অসামান্য লড়াইয়ের প্রশংসা করা হয়েছে, তেমনই ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোইরাও রিঙ্কুকে কুর্ণিশ জানিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল বলেছেন, ‘এ বছর অসাধারণ পারফরম্যান্স দেখাল রিঙ্কু। যে ম্যাচগুলিতে ও শেষপর্যন্ত ক্রিজে ছিল, সেই ম্যাচগুলি সহজভাবে নেওয়া সম্ভব হয়নি। আজ ও ফের সেটা দেখিয়ে দিল। আমরা ম্যাচ জেতায় আমি তৃপ্ত। আমরা প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিলাম কিন্তু কখনও লড়াই ছাড়িনি। দলের সবাইকে কৃতিত্ব দিতে হবে।’
বিষ্ণোই বলেছেন, ‘দল জয় পেলে সবসময় ভালো লাগে। আমাদের দলের মনোবল বেড়ে গেল। রিঙ্কু যেভাবে ব্যাটিং করছিল, প্রতিটি বলেই আমাদের আতঙ্ক হচ্ছিল, ও বোধহয় ম্যাচ বের করে নিয়ে চলে যাবে। ও এই মরসুমে যেভাবে ব্যাটিং করল সেটা অবিশ্বাস্য। এর আগে কখনও এরকম ব্যাটিং দেখিনি। আজ উইকেটে বল পড়ে আটকে যাচ্ছিল। আমার মনে হয়েছিল, স্পিনাররা ভালো বোলিং করলে ওদের পক্ষে টার্গেট তাড়া করা কঠিন হয়ে যাবে। আমি স্টাম্পে বল রেখে উইকেট নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা প্লে-অফে লড়াই করে ট্রফি জেতার চেষ্টা করব।’
ম্যাচের সেরা পুরাণ বলেছেন, ‘আমি জানতাম, যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যেতে হবে। স্পিনাররা যখন বোলিং করছিল, তখন আমি জানতাম ওরা খারাপ বল করবেই। ছোট মাঠে শট খেলার সুযোগ ছিল। আমি সারা টুর্নামেন্টেই ভালো ব্যাটিং করছি। এই ধরনের পরিস্থিতিতে ব্যাটিং করতে আমি গর্ববোধ করি। আমার সময়টা ভালো যাচ্ছে। আমি ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রতিদান দিচ্ছি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও আমি আর আয়ূষ (বাদোনি) ভালো পার্টনারশিপ গড়েছিলাম। ও ক্রিজের অপর প্রান্তে থাকায় আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। আমাদের বোলাররা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পেরেছে। ওরা গত ২ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের দলের বোলারদের বয়স কম। ইডেন গার্ডেন্সে খেলতে নেমে ১৭৬ রান করেও জয় ছিনিয়ে নেওয়া অসাধারণ।’
আরও পড়ুন-
IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয়, প্লে-অফে চেন্নাই সুপার কিংস
IPL 2023: কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলবেন রিঙ্কু, আশাবাদী হরভজন
IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর