IPL 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেক কেটে আগাম জন্মদিন পালন সচিন তেন্ডুলকরের

সোমবার ৫০ বছর পূর্ণ করছেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁর জীবনের এই বিশেষ দিনটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-আবেগ তুঙ্গে।

সোমবার ৫০ বছর পূর্ণ করছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ে জন্ম হয় তাঁর। সোমবার ৫০ বছর পূর্ণ করার আগেই শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের সদস্যদের পাশে রেখে এবং দর্শকদের সাক্ষী রেখে কেক কেটে আগাম জন্মদিন পালন করলেন সচিন। তাঁর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ কেক আনা হয়েছিল। মাঠেই কেক কাটেন সচিন। এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর। তিনিও মাঠে জন্মদিন উপলক্ষে বাবার কেক কাটার সাক্ষী থাকলেন। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ৩০ হাজারেরও বেশি দর্শক। তাঁরা সচিনকে অভিনন্দন জানান। ওয়াংখেড়েতেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন সচিন। সেখানেই তিনি ৫০ বছরের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন।

ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, ‘এটা আমার জীবনের মন্থরতম ৫০। তবে এই ৫০ যেমন আকর্ষণীয় তেমনই সবচেয়ে ভরপুর। এই ৫০-এ অনেক ওঠা-পড়া আছে। আমি এই ৫০ উপভোগ করেছি। এই ৫০ আমাকে অনেককিছু শিখিয়েছে। সবচেয়ে বড় কথা হল, এটা আমাকে ২৪ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করার সম্মান দিয়েছে।’

Latest Videos

 

 

সচিন আরও বলেছেন, 'যদি কেউ আমাকে কেরিয়ার হিসেবে অন্য কিছু বেছে নেওয়ার সুযোগ দিত, তাহলেও আমি কখনও অন্য কিছু বেছে নিতাম না। আমি ক্রিকেটই খেলতাম। ক্রিকেটই আমার জীবনের সেরা জিনিস। আমি জীবনে যা কিছু চাইতাম সবই পেয়েছি ক্রিকেট থেকে। আমার এই স্বপ্নের শুরু হয় ১৯৮০ সালে। আমি স্বপ্নের পিছনে ছোটা শুরু করি। আমি এখনও সেই স্বপ্ন নিয়েই বেঁচে আছি। আমার এই যাত্রা অত্যন্ত সুন্দর।'

১৯৮৯ থেকে ২০১৩ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন সচিন। এ বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ১০ বছর পূর্ণ হচ্ছে। মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে সচিনের ৫০ বছরের জন্মদিনকে বিশেষভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিকেটে ১০ নম্বর জার্সি বিখ্যাত করে তুলেছেন সচিন। এ বছর তাঁর ভারতের হয়ে শেষ ম্যাচ খেলার ১০ বছর পূর্ণ হচ্ছে। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন। সেই উপলক্ষে শনিবার সর্বকালের সর্বাধিক রান সংগ্রহকারী, ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট, ওডিআই ম্যাচ খেলা ক্রিকেটারের গৌরবময় কেরিয়ার উদযাপন করা হল। গারওয়াড় প্যাভিলিয়নের বাইরে সচিনের ১০ নম্বর জার্সির রেপ্লিকা রাখা হয়েছে। সেখানে তাঁর অনুরাগীরা ছবি তুলতে পারবেন।’

আরও পড়ুন-

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

IPL 2023: মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে জোড়া উইকেট, পাঞ্জাবকে জেতালেন আর্শদীপ

২০০৩ বিশ্বকাপের সময় একদিনও নেটে অনুশীলন করেননি সচিন, স্মৃতিচারণায় হরভজন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today