IPL 2023: মুম্বই-চেন্নাই ম্যাচ ভারত-পাকিস্তান লড়াইয়ের মতো, মত হরভজনের

Published : Apr 08, 2023, 03:44 PM ISTUpdated : Apr 08, 2023, 04:01 PM IST
Dhoni-Harbhajan Singh

সংক্ষিপ্ত

শনিবার আইপিএল-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচ ঘিরে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই উত্তেজিত প্রাক্তন ক্রিকেটাররাও।

চেন্নাই সুপার কিংসের ইংরেজ অলরাউন্ডার মইন আলি তাঁদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ানসের লড়াইকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচের তুলনা করেছেন। একধাপ এগিয়ে চেন্নাই সুপার কিংস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচকে ভারত-পাকিস্তান লড়াইয়ের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস, দু'দলের হয়েই খেলেছেন হরভজন। ফলে এই দুই দল মুখোমুখি হলে কীরকম পরিবেশ তৈরি হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে হরভজন বলেছেন, 'যখন এই দুই অসাধারণ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখন ভারত-পাকিস্তান ম্যাচের মতোই পরিবেশ তৈরি হয়। আমার এই দুই দলের অনেক লড়াইয়ের অভিজ্ঞতা আছে। যদি কেউ বড় খেলোয়াড় হতে চায়, তাহলে এরকম বড় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে হয়।'

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে হরভজন আরও বলেছেন, 'বড় ম্যাচে বড় খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স দেখানো জরুরি। আমার বিশ্বাস, রোহিত শর্মা বড় স্কোর করতে পারবে। সূর্যকুমার যাদবের ৩ নম্বরে ব্যাটিং করতে নামা উচিত। ক্যামেরন গ্রিন যদি খেলে, তাহলে টিম ডেভিডের সঙ্গে গ্রিনের লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামা উচিত। তাহলে ওরা দু'জনই ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। শনিবারের ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠে মুম্বই ইন্ডিয়ানসকে হারানো খুব কঠিন। দু'দলেরই ব্যাটিং অর্ডার অত্যন্ত শক্তিশালী। ফলে দুর্দান্ত ম্যাচ হতে পারে।'

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত একটিই ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ানস। সেই ম্যাচে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে, প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তা সত্ত্বেও সিএসকে-র চেয়ে মুম্বইয়ের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন হরভজন। তিনি বলেছেন, ‘যে দল টসে জিতবে, তাদের প্রথমে ফিল্ডিং করা উচিত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করাই ভালো। এই মাঠ বেশ ছোট। এই মাঠের পিচে বাউন্সও বেশ ভালো। সেই কারণে এখানে সব দলই রান তাড়া করতে চায়। দু'দলেরই বোলিং আক্রমণ খুব একটা শক্তিশালী নয়। কিন্তু চেন্নাইয়ের চেয়ে মুম্বইয়ের বোলিং আক্রমণ কিছুটা ভালো। যে দল টসে জিতবে তারা কিছুটা সুবিধা পাবে। রোহিত যদি টসে জেতে, তাহলে নিশ্চয়ই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। ম্যাচ জিততে হলে সিএসকে-কে অল্প রানে আটকে রাখতে হবে। না হলে সমস্যায় পড়ে যেতে পারে মুম্বই।’

আরও পড়ুন-

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংস লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিতরা

ধোনি সবসময় বিরক্ত করত, মন্তব্য প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পার

চেন্নাই সুপার কিংসকে যে কোনও মাঠেই হারানো কঠিন, মত কাইফের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: গম বেচে টিকিট কেটেছিলেন, চতুর্থ টি-২০ বাতিলে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী
IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?